Kunal Ghosh: ‘হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে’, শুভেন্দুকে ‘ডেডলাইন’ বেঁধে দিলেন কুণাল

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 19, 2025 | 11:48 PM

Kunal Ghosh: সম্প্রতি শুভেন্দু অধিকারী বিধানসভায় দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের জঙ্গি যোগ রয়েছে। 'এটা আনসারুল বাংলার সরকার' বলেও মন্তব্য করেছিলেন তিনি।

Kunal Ghosh: হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে, শুভেন্দুকে ডেডলাইন বেঁধে দিলেন কুণাল
শুভেন্দুকে ডেডলাইন কুণালের
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ‘জঙ্গিদের সরকার’ মন্তব্যে বিরোধী দলনেতা তথা বিজেপির উপর বেজায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবারই তিনি বিধানসভায় বলেছেন, জঙ্গি-যোগ প্রমাণ করতে পারলে তিনি মুখ্যমন্ত্রিত্বই ছেড়ে দেবেন। আর এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ডেডলাইন বেঁধে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

বুধবার সাংবাদিক বৈঠকে শুভেন্দুর মন্তব্য প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে ক্ষমা চান, নাহলে প্রমাণ দিন। জঙ্গিদের সঙ্গে কী যোগ, তা বলতে হবে। নাহলে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাইতে হবে।” কীভাবে মুখ্যমন্ত্রীর নামের সঙ্গে জঙ্গিযোগের কথা জুড়ে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ।

এ বিষয়টি প্রধানমন্ত্রীকে জানাবেন বলে আগেই জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, প্রধানমন্ত্রীকে এটা চিঠি লিখে জানাবেন তিনি। তিনি বলেছেন, “প্রমাণ করতে পারলে আমি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে চলে যাব। এভাবে সন্ত্রাসবাদীদের সঙ্গে তুলনা করা হচ্ছে ৷ এর থেকে মরে যাওয়া ভাল।”

দিনকয়েক আগেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে তোপ দেগে বলেছিলেন, রাজ্যে দ্বিতীয় মুসলিম লিগ সরকার চলছে। এবার শুভেন্দুর এইসব মন্তব্যে এবার পাল্টা জবাব দিচ্ছে শাসক দল।