AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hawker-Police Clash: ‘আমরা এবার পার্টি অফিস ভেঙে দেব…’, রাতে তুমুল উত্তেজনা নিউ টাউনে

Hawker-Police Clash: মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পরই তৎপর হয় প্রশাসন। বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়। পরবর্তীতে বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, পুনর্বাসন দেওয়া হবে। আপাতত কোনও হকার উচ্ছেদ করা যাবে না বলেও জানান তিনি।

Hawker-Police Clash: 'আমরা এবার পার্টি অফিস ভেঙে দেব...', রাতে তুমুল উত্তেজনা নিউ টাউনে
হকার উচ্ছেদ ঘিরে অশান্তিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jul 10, 2024 | 11:58 PM
Share

নিউ টাউন: উচ্ছেদ অভিযান ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল নিউ টাউনে। হকারদের সরাতে গিয়ে প্রবল বিক্ষোভের মুখে পড়ল এনকেডিএ। বিক্ষোভকারীদের অভিযোগ, পুনর্বাসন না দিয়েই পুলিশের উপস্থিতিতে বুলডোজার দিয়ে দোকান ভাঙার চেষ্টা করে এনকেডিএ। তারা কিছুতেই এই পদক্ষেপ মানতে নারাজ। নিউটাউন চকপাচুরিয়া সর্দারপাড়া এলাকার ঘটনা।

মুখ্যমন্ত্রীর বার্তা দেওয়ার পরই তৎপর হয় প্রশাসন। বিভিন্ন জায়গায় উচ্ছেদ অভিযান চালানো হয়। পরবর্তীতে বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, পুনর্বাসন দেওয়া হবে। আপাতত কোনও হকার উচ্ছেদ করা যাবে না বলেও জানান তিনি। তারপরেও বুধবার রাতে নিউটাউন চকপাচুরিয়া সর্দারপাড়া এলাকায় তথ্যপ্রযুক্তি অফিসের কাছে বুলডোজার নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ। উপস্থিত ছিল টেকনোসিটি থানার পুলিশি। ফুটপাত ও রাস্তা দখল করে থাকা দোকান ভাঙতে গেলে হকারদের বিক্ষোভের মুখে পড়েন আধিকারিকরা।

হকারদের অভিযোগ, দুদিন আগে সার্ভে করা হয় এনকেডিএ-র পক্ষ থেকে। তারপর তাঁদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল যে প্রত্যেককে দোকান দেওয়া হবে এবং ফুটপাতে যে দোকানগুলি রয়েছে সেগুলো ভেঙে ফেলা হবে। কিন্তু দোকান না দিয়েই এদিন রাতে ফুটপাতের দোকানগুলি ভাঙার চেষ্টা চলে বলে অভিযোগ।

হকারদের দাবি তাদের আগে পুনর্বাসন দেওয়া হোক। তারপরই তারা ফুটপাত থেকে দোকান সরিয়ে নেবে। শুধু তাই নয়, হকাররা বলছেন, একটা বিশেষ এলাকা থেকেই শুধু সরানো হচ্ছে তাঁদের। বাকিদের ক্ষেত্রে কোনও ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। হকাররা বলতে থাকেন, ‘ওদের দোকান না ভেঙে যদি আমাদের দোকান ভাঙা হয়, আমরা টিএমসি-র পার্টি অফিস ভেঙে দেব। এখানে মানুষ করে-কম্মে খাচ্ছে, আর আমাদের ওপরেই যত অত্যাচার করা হবে!’