AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Abhishek Banerjee: তৃণমূলের রাজ্য সম্মেলনে আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের, বাড়ছে জল্পনা

Abhishek Banerjee: রাজনীতির কারবারিরা বলছেন, কিছুদিন ধরেই তৃণমূলে নবীন বিরোধী হাওয়া বইছে। শাসকদলের একাধিক নেতার মন্তব্যে তা স্পষ্ট। আবার একদা অভিষেকপন্থীরাও এখন দলের সুপ্রিমোর জয়ধ্বনি দিতে ব্যস্ত। প্রশ্ন উঠছে এই বার্তা কি তাঁদের জন্য?

Abhishek Banerjee: তৃণমূলের রাজ্য সম্মেলনে আগে ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের, বাড়ছে জল্পনা
অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ফোটো)Image Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 24, 2025 | 4:15 PM
Share

কলকাতা: আর বছর খানেক পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজনৈতিক দলগুলি ঘুঁটি সাজাতে শুরু করেছে। চতুর্থবার রাজ্যে ক্ষমতায় আসতে সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্য নিয়েছে শাসকদল তৃণমূল। বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্মেলন। তার আগে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি লিখেছেন, ‘যিনি লড়াইয়ের ইচ্ছা রাখবেন, তাঁর প্রথমে কী কী মূল্য চোকাতে হতে পারে, তার হিসেব করে নেওয়া দরকার।’ কাদের উদ্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বার্তা দিয়েছেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।

রাজনীতির কারবারিরা বলছেন, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার তৃণমূলের রাজ্য সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সম্মেলনে তৃণমূলের পঞ্চায়েত, ব্লক, জেলা ও রাজ্যস্তরের নেতা-নেত্রীরা উপস্থিত থাকবেন। শাসকদলের রাজ্য সম্মেলনে প্রধান বক্তা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সম্মেলন থেকেই বিধানসভা নির্বাচনের সুর মমতা বেঁধে দেন কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। গতকাল তৃণমূলের রাজ্য সম্মেলনের দিন ঘোষণার পর কালীঘাটে আলোচনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের রাজ্য সম্মেলনের ঠিক আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিষেকের এই ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে জল্পনা শুরু হয়েছে। রাজনীতির কারবারিরা বলছেন, কিছুদিন ধরেই তৃণমূলে নবীন বিরোধী হাওয়া বইছে। শাসকদলের একাধিক নেতার মন্তব্যে তা স্পষ্ট। আবার একদা অভিষেকপন্থীরাও এখন দলের সুপ্রিমোর জয়ধ্বনি দিতে ব্যস্ত। প্রশ্ন উঠছে এই বার্তা কি তাঁদের জন্য? বিরোধীদের উদ্দেশেও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এই বার্তা দিলেন কি না, তা নিয়েও জল্পনা শুরু হয়েছে। রাজনীতির কারবারিরা বলছেন, যাঁদের উদ্দেশেই এই বার্তা হোক না কেন, তৃণমূলের রাজ্য সম্মেলনের আগে অভিষেকের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।