কলকাতা: একা করোনায় রক্ষা নেই, বার্ড ফ্লু (Bird flu) দোসর। দেশের বিভিন্ন রাজ্যে ছড়াতে শুরু করেছে বার্ড ফ্লু। ইতিমধ্যে হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ ও দিল্লিতে চরমে বার্ড ফ্লু আতঙ্ক। বাদ পড়ল না রাজ্যও। বঙ্গে বার্ড ফ্লু ছড়াতে না শুরু করলেও, আগেভাগে সব সতর্কতা সেরে রাখল স্বাস্থ্য দফতর। প্রত্যেক জেলার প্রধান স্বাস্থ্য আধিকারিক এবং কলকাতা পুরসভার প্রধান স্বাস্থ্য আধিকারিককে পাঠানো হয়েছে বার্ড ফ্লুর সতর্কতা সংক্রান্ত নির্দেশিকা।
নির্দেশিকায় প্রত্যেক স্বাস্থ্য আধিকারিককে নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। অস্বাভাবিক পাখি মৃত্যু, কিংবা পাখিদের মধ্যে অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে সে বিষয়ে তখনই স্বাস্থ্য ভবনকে অবগত করার কথা জানানো হয়েছে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের এই রোগ সংক্রান্ত তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য আধিকারিকরা। এক নজরে দেখে নেওয়া যাক বার্ড ফ্লু সংক্রান্ত সতর্কতার নির্দেশিকা…
* যাঁরা পোলট্রি বা পোলট্রিজাত দ্রব্য সম্পর্কিত কাজ করেন তাঁদের গ্লাভস, আবরণী পোশাক, পা ঢাকা জুতো ও ফেস শিল্ড ব্যবহার করতে বলা হয়েছে।
* ব্যবহৃত জিনিস হয় কাজের শেষে ফেলে দিতে হবে অথবা জীবাণুনাশক দিয়ে পরিশোধন করতে হবে।
* পাখি বা অন্য প্রাণীদের সামনে খাবার খাওয়া যাবে না। ধূমপান করাও চলবে না। বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে।
* মরা পাখির সংস্পর্শে এলে কিংবা ইনফ্লুয়েঞ্জা-যুক্ত পরিবেশের মধ্যে গিয়ে থাকলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া শুরু করতে হবে।
সাধারণ কিংবা পরিযায়ী, দুই ধরনের পাখিই এই রোগে আক্রান্ত হতে পারে। সেখান থেকে মানবদেহেও সংক্রমিত হতে পারে এইচ৫এন১ ভাইরাস। তাই পাখিদের বিভিন্ন উপসর্গ নজরদারির মধ্যে রাখতে হবে।
* পাখির কাঁপুনি, পাতলা মল বের হলে এই রোগের সঙ্গে সম্পর্ক থাকতে পারে।
* পাখি যদি নড়াচড়া করার ক্ষমতা হারিয়ে ফেলে।
কোথাও যদি একই সঙ্গে অনেক পাখি মারা যায়, কিংবা অনেক পোলট্রি মুরগি একই সঙ্গে প্রাণ হারায় তাহলে তৎক্ষণাৎ সেই কথা স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ব্ল স্বাস্থ্য আধিকারিকের কাছে পৌঁছে দিতে হবে।
আরও পড়ুন: শর্ত সাপেক্ষে জামিন শ্রীকান্ত মোহতার
প্রসঙ্গত, রান্না হওয়া মাংস ও ডিম থেকে ছড়ায় না এই ভাইরাস। সে প্রসঙ্গে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তথা চিকিৎসক অনির্বাণ দলুই জানান, ডিম বা মুরগির মাংস যথাযথ ভাবে সেদ্ধ করে খেতে হবে। পাখি থেকে যাতে এই ভাইরাস মানুষের দেহে ছড়িয়ে না পড়ে সেই দিকে নজর রাখতে হবে।