Buddhadeb Bhattacharjee Health Update: বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়

Sourav Dutta | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jul 31, 2023 | 4:17 PM

সোমবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ বুদ্ধবাবুর চেস্টে সিটি স্ক্যান করানো হয়। ফুসফুসের সংক্রমণ পরিস্থিতি জানতেই এই স্ক্যান করানো হয়েছে। স্ক্যানের রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নিতে পারেন তার ভেন্টিলেশনের মাত্রা কম করা যাবে কি না।

Buddhadeb Bhattacharjee Health Update: বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়
বুদ্ধদেব ভট্টাচার্য
Image Credit source: facebook

Follow Us

কলকাতা: পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি। কিন্তু এখনও সঙ্কটজনক অবস্থাতেই রয়েছেন তিনি। আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনেই রাখা হয়েছে তাঁকে। শুক্রবার থেকেই বুদ্ধদেবের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। শ্বাসকষ্টের সমস্যাও বেড়ে যায়। শনিবার এক প্রকার আচ্ছন্ন হয়ে পড়েন তিনি। শনিবার বিকালে তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। সেখানেই বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তাঁর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য ইতিমধ্যেই মেডিক্যাল বোর্ড গঠিত হয়েছে।

  1. এ দিন, বিকেলে হাসপাতালে বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
  2. হাসপাতাল সূত্রে খবর, ভেন্টিলেশন থেকে বের করা হল বুদ্ধদেব ভট্টাচার্যকে। বর্তমানে তাঁকে নভেসিভ ভেন্টিলেশন থেকে বার করে নন ইনভেসিভ ভেন্টিলেশনে দেওয়া হল।
  3. সব ঠিক থাকলে আজ‌ই ভেন্টিলেশন থেকে বার করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। বুদ্ধবাবুর শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়েছে। সংক্রমণের মাত্রা কমেছে।
  4. বুদ্ধদেব ভট্টাচার্জের সি রিঅ্যাক্টিভ প্রোটিন (সিআরপি) কমে হয়েছে ১৫০। ভর্তি সময় তা ৩০০ ছাড়িয়েছিল। সংক্রমণের মাত্রা কমতেই অর্ধেক সিআরপি। সেই সঙ্গে ক্রিয়েটিনিন ১.৫-এ নেমে এসেছে। প্রস্রাবের মাত্রা ভাল রয়েছে। রক্তের রিপোর্ট‌ও ইতিবাচক এসেছে বলে খবর হাসপাতাল সূত্রে।
  5. সিটি স্ক্যানের প্রাথমিক রিপোর্ট: প্রাক্তন‌ মুখ্যমন্ত্রীর ফুসফুসের দু’দিকেই সংক্রমণ রয়েছে। ফুসফুসের ডানদিকে সংক্রমণের মাত্রা বেশি। বিছানায় শোওয়ার অবস্থান বদল করে চিকিৎসা করা হচ্ছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর জ্বরের মাত্রা কমেছে। রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে ভেন্টিলেশন থেকে বার করার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। দুপুর ১২টায় মেডিক্যাল বোর্ডের বৈঠক। তার পরই ভেন্টিলেশনে রাখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
  6. সোমবার সকাল ৭টা ১৫ মিনিট নাগাদ বুদ্ধবাবুর চেস্টে সিটি স্ক্যান করানো হয়। ফুসফুসের সংক্রমণ পরিস্থিতি জানতেই এই স্ক্যান করানো হয়েছে। স্ক্যানের রিপোর্টের ভিত্তিতেই চিকিৎসকেরা সিদ্ধান্ত নিতে পারেন তার ভেন্টিলেশনের মাত্রা কম করা যাবে কি না।
  7. সোমবার সকালে বুদ্ধবাবুর ব্লাড প্রেসার স্বাভাবিক রয়েছে বলে হাসপাতালের মেডিক্যাল বোর্ড সূত্রে জানা গিয়েছে।
  8. ডাকলে বুদ্ধবাবু তাকাচ্ছেন। ইরাশার হ্যা বা না বোঝানোর চেষ্টা করছেন বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
  9. রাইস টিউবে খাবার দেওয়া হচ্ছে। ক্রিয়েটিনিনের মাত্রাও কমেছে।
  10. এখনও ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে।
  11. বুদ্ধবাবুর ফুসফুসে সংক্রমণ কমানো চেষ্টা চলছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
  12. শনিবার রাতে বুদ্ধবাবুর স্বাস্থ্যের বিষয়ে চিকিৎসক কৌশিক চক্রবর্তী বলেছিলেন, “বুদ্ধবাবুর অবস্থা সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল। রবিবার নতুন করে জ্বর আসেননি। যা দেখে আমাদের আশা ওনার ফুসফুসে সংক্রমণ কমছে। স্ক্যানের রিপোর্ট পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।”
  13. বুদ্ধদেবের শারীরিক অবস্থা নিয়ে রবিবার রাতে কী জানিয়েছিলেন চিকিৎসকরা। বিস্তারিত পড়ুন: ভেন্টিলেশনেই রয়েছেন বুদ্ধদেব, রবিবার আসেনি জ্বর, সোমে হবে সিটি স্ক্যান
Next Article