Buddhadeb Bhattacharjee’s Health: ভেন্টিলেশনেই রয়েছেন বুদ্ধদেব, রবিবার আসেনি জ্বর, সোমে হবে সিটি স্ক্যান

জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শনিবার বিকালে বুদ্ধদেবকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। তাঁর দুটি ফুসফুসেই সংক্রমণের জেরে জটিল হয় পরিস্থিতি। রবিবার রাতেও তাঁকেও পরীক্ষা করেছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি।

Buddhadeb Bhattacharjee's Health:  ভেন্টিলেশনেই রয়েছেন বুদ্ধদেব, রবিবার আসেনি জ্বর, সোমে হবে সিটি স্ক্যান
প্রাক্তন মুখ্য়মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। Image Credit source: Facebook
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 8:28 AM

কলকাতা: আলিপুরের বেসরকারি হাসপাতালে এখনও চিকিৎসাধীন পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এখনও ভেন্টিলেশনেই রয়েছেন তিনি। রবিবার রাতেও তাঁকে রুটি চেক আপ করেছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা। জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শনিবার বিকালে বুদ্ধদেবকে ভর্তি করানো হয়েছিল হাসপাতালে। তাঁর দুটি ফুসফুসেই সংক্রমণের জেরে জটিল হয় পরিস্থিতি। রবিবার রাতেও তাঁকেও পরীক্ষা করেছেন চিকিৎসক কৌশিক চক্রবর্তী। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার কথা জানিয়েছেন তিনি।

হাসপাতাল থেকে বেরোনোর সময় বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক পরিস্থিতি নিয়ে কৌশিক চক্রবর্তী বলেছেন, “মোটামুটি এখন একই রকম রয়েছেন। ভালো খবর হল, কালকে এখানে আসার পর এক বার জ্বর এসেছিল। কিন্তু তার পর থেকে ২৪ ঘণ্টার বেশি হয়ে গিয়েছে, কিন্তু আর জ্বর আসেনি। এর ফলে আমরা আশা করছি ওনার ফুসফুসের সংক্রমণ কমছে। ভেন্টিলেটরের প্যারামিটার নতুন করে কিছু কমানো হয়নি। সোমবার সকালে একটা সিটি স্ক্যান করা হবে। পাশাপাশি রক্ত পরীক্ষাও করানো হবে। ভেন্টিলেটর সাপোর্ট কমানো যাবে কি না সেই সিদ্ধান্ত নির্ভর করবে রিপোর্টগুলির উপরে। উনি যেমন ছিলেন ওরকমই রয়েছেন। সঙ্কটজনক কিন্তু স্থিতিশীল। জ্বরটা যেহেতু গতকালের থেকে এখনও পর্যন্ত নেই, তাই আমরা আশাবাদী যে রিপোর্টগুলো নিশ্চয়ই ভালো আসবে। পজিটিভ নেগেটিভ অনেকগুলো ব্যাপার নিয়ে চলছি আমরা। এর মধ্যে যতক্ষণ না আমরা সিটি স্ক্যান, ব্লাড রিপোর্ট পাচ্ছি ততক্ষণ ভেন্টিলেটর সাপোর্ট কমানোর চেষ্টা করব না।” সিটি স্ক্যানের রিপোর্ট এলে বুদ্ধদেব বাবুর ফুসফুসের পরিস্থিতি জানা যাবে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।

গত কয়েক দিন ধরেই জ্বর ছিল বুদ্ধবাবুর। এর মধ্যে সিওপিডি-র সমস্যা রয়েছে তাঁর। শুক্রবার সকাল থেকেই শ্বাসকষ্ট বাড়তে শুরু করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। শনিবার পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ভর্তি করা হয়। এই খবর পাওয়ার পর থেকেই রাজনৈতিক ভেদাভেদ ভুলে সব দলের নেতারাই বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তাঁর শারীরিক অবস্থা কেমন থাকল, সে দিকে নজর থাকব সমস্ত পশ্চিমবঙ্গবাসীর।