আদালতে শেষ ত্রিপল চুরি মামলার শুনানি, শুভেন্দুকে অব্যাহতি দেওয়ার বিপক্ষে রাজ্য

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 23, 2021 | 4:26 PM

এই মুহূর্তে তাঁকে ছেড়ে দিলে তদন্ত প্রভাবিত হবে, এই মর্মে শুভেন্দুকে অব্যাহতি দেওয়ার আর্জির বিরোধিতা করে আদালত।

আদালতে শেষ ত্রিপল চুরি মামলার শুনানি, শুভেন্দুকে অব্যাহতি দেওয়ার বিপক্ষে রাজ্য
নিজস্ব চিত্র।

Follow Us

কলকাতা: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরি মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখল কলকাতা হাইকোর্ট। নন্দীগ্রামের বিধায়কের পক্ষ থেকে এই মামলায় অব্যাহতি চাওয়া হলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত অব্যাহতি দেওয়ার বিরোধিতা করেন। এই মুহূর্তে তাঁকে ছেড়ে দিলে তদন্ত প্রভাবিত হবে, এই মর্মে শুভেন্দুকে অব্যাহতি দেওয়ার আর্জির বিরোধিতা করে আদালত। বিচারপতি কৌশিক চন্দের এজলাসে মামলার শুনানি শেষ হলে রায়দান স্থগিত রাখা হয়।

শুধুমাত্র শুভেন্দু তো নয়, তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয়েছিল। দুজনেই পালটা আদালতে আবেদন জানিয়েছিলেন, হয় এই মামলা থেকে মুক্তি দেওয়া হোক। নতুবা মামলাটির তদন্তভার সিবিআই-এর হাতে তুলে দেওয়া হোক। কারণ এই মামলা-সহ আরও একাধিক মামলা রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রোণোদিত বলেই দাবি করে অধিকারী পরিবার। শুভেন্দুর আইনজীবীও যুক্তি দেন, এফআইআর-এ চুরির অভিযোগ নেই। চুরি হতে পারে এই অভিযোগ করেছিলেন পুরসভার সদস্য রত্নদ্বীপ মান্না। দুপক্ষের বাকবিতণ্ডার মাঝেই সোমবার ত্রিপল চুরি মামলার শুনানি শেষ হল আদালতে।

উল্লেখ্য, গত সপ্তাহেই রাজ্য সরকারের দায়ের করা চারটি মামলা থেকে অব্যাহতি চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। গত বুধবার ওই মামলায় তিনি দাবি জানান, হয় এই সমস্ত মামলা থেকে তাঁকে মুক্ত করা হোক। নতুবা সব মামলার দায়ভার সিবিআই-কে দিয়ে দেওয়া হোক। শুভেন্দুর দাবি, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর মুকুল রায়ের বিরুদ্ধেও একের পর এক মামলার জাল বুনেছিল রাজ্য সরকার। একই ভাবে এখন তাঁর বিরুদ্ধে সেই আচরণ করা হচ্ছে। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই একের পর এক মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁকে।

ত্রিপল চুরি, সেচ দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি-সহ তাঁর ব্যক্তিগত রক্ষীর আত্মহত্যার মামলার মতো একাধিক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বেশ কয়েকটি মামলা চলছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এরকমই পৃথক ৪ টি মামলা থেকে তিনি মুক্তি চেয়েছেন শুভেন্দু। যিনি ২০০৬ সাল থেকে আইনপ্রণেতা, তিনিই কি না যাবেন আইন ভাঙতে! এমনই বিস্ময় প্রকাশ করে আদালতের দ্বারস্থ হন শুভেন্দুর আইনজীবী।

শুভেন্দুর পক্ষ থেকে তাঁর আইনজীবীর প্রশ্ন, “কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা যাবে ত্রিপল চুরি করতে? আমি কি আমি কি চাকরি দেব বলে টেবিল পেতে বসেছিলাম? ২০১৮ সালের আত্মহত্যার মামলায় খুনের অভিযোগ আনা হচ্ছে। এটা কি প্রতিশোধমূলক আচরণ নয়?” ঠিক এই যুক্তিমালা সাজিয়েই শুভেন্দুর আইনজীবীর দাবি, হয় তাঁর মক্কেলের বিরুদ্ধে থাকা এই চারটি এফআইআর খারিজ করা হোক, নতুবা এই মামলাগুলির তদন্তভার সিপিআই-এর সঁপে দেওয়া হোক। আরও পড়ুন: একা হাতে কী ভাবে ম্যানেজ করবেন ৩টে দফতর? সাধনের চেয়ারে বসে সুব্রত জানালেন…

Next Article