একা হাতে কী ভাবে ম্যানেজ করবেন ৩টে দফতর? সাধনের চেয়ারে বসে সুব্রত জানালেন…

TV9 Bangla Digital | Edited By: ঋদ্ধীশ দত্ত

Aug 23, 2021 | 7:24 PM

সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, এই দুটি দফতর ইতিমধ্যেই জনপ্রিয়। একে আরও জনপ্রিয় করে তোলা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।

একা হাতে কী ভাবে ম্যানেজ করবেন ৩টে দফতর? সাধনের চেয়ারে বসে সুব্রত জানালেন...
চিত্র সাংবাদিক-দীপঙ্কর জানা

Follow Us

স্বর্ণেন্দু দাস: মন্ত্রী সাধন পাণ্ডে অসুস্থ। সদ্য আবার প্রয়াত হয়েছেন ক্রেতা সুরক্ষা দফতের সচিব। এই অবস্থায় দফতর সামলাতে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়কে বাড়তি দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো নতুন দুই দফতরের কাজ শুরু করলেন সুব্রত মুখোপাধ্যায়। সোমবার দুপুরে প্রথমে ক্রেতা সুরক্ষা দফতর এবং তারপরে স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দফতর আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠক শেষে সুব্রত মুখোপাধ্যায় জানিয়েছেন, এই দুটি দফতর ইতিমধ্যেই জনপ্রিয়। একে আরও জনপ্রিয় করে তোলা তাঁর অন্যতম প্রধান লক্ষ্য।

সুব্রতবাবু জানান, “এই দফতর থেকে মানুষ প্রত্যক্ষভাবে সুবিধা পেয়ে থাকেন। আগামী দিনেও যাতে সেই সুবিধা তাঁরা আরও সহজে পেতে পারেন সেটা দেখাই আমার মূল কর্তব্য।” একইসঙ্গে তিনি আরও জানিয়েছেন, স্বনির্ভর এবং স্বনিযুক্তি দফতরের মাধ্যমে সাধারণ মানুষের কাছে যে সুবিধা পৌঁছায়, সেটিকে আরও প্রচারের আলোয় আনতে হবে। যারা এর সুবিধা পাচ্ছেন, তাঁরাই যাতে বেশি মানুষের কাছে বিষয়টি ছড়িয়ে দিতে পারেন সে বিষয়ে নজর রাখা হবে।

একদিকে পঞ্চায়েত ও অন্যদিকে ক্রেতা সুরক্ষার পাশাপাশি স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতর। বর্ষীয়ান সুব্রতর ঘাড়ে একসঙ্গে বিরাট দায়িত্ব এসে পড়েছে। গোটা বিষয়টা কী ভাবে সামাল দেবেন তিনি? সপ্তাহের ছয় দিনের মধ্যে দিন ভাগ করে দফতর দেখবেন? নাকি অন্য কোনও প্ল্যান রয়েছে? জবাবে মন্ত্রী জানান, সপ্তাহের কোনও বিশেষ দিন নয়। পঞ্চায়েতের পাশাপাশি এই দুটি দফতরের কাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখবেন তিনি। দিনের প্রথম অর্ধে ক্রেতা সুরক্ষা এবং স্বনির্ভর ও স্বনিযুক্তি দপ্তরে। এবং দিনের দ্বিতীয় পর্বে পঞ্চায়েত দপ্তরের কাজ করবেন তিনি।

গত মাসে ২১ জুলাইয়ের একদিন আগেই রাতে আচমকা অসুস্থ হয়ে পড়েন সাধন। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে ছোটা হয় বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে। তারপর থেকে টানা ভেন্টিলেশনেই ছিলেন তিনি। রীতিমতো যমে-মানুষে টানাটানি চলে। তবে শেষ পর্যন্ত দিনকয়েক আগেই ভেন্টিলেশন থেকে তাঁকে বের করে আনা হয়। আগের চেয়ে অনেকটাই সুস্থ রয়েছেন মানিকতলার বিধায়ক। আর ভেন্টিলেশন লাগছে না তাঁর। কিন্তু এখনও স্বাভাবিকভাবে কথা বলতে পারছেন না তৃণমূলের এই বর্ষীয়ান নেতা। এই অবস্থায় যাতে দফতরের কাজ না আটকে যায় তা নিশ্চিত করতে নতুন দায়িত্ব কাউকে দিতেই হত। শুক্রবার সেই দায়িত্বও তুলে দেওয়া হয় সুব্রত মুখোপাধ্যায়ের চওড়া কাঁধে। সাধন পাণ্ডে আপতত কোনও দফতর বিহীন মন্ত্রী হিসেবে থাকবেন। আরও পড়ুন: ‘ভয়ে আছি আমরা’, সজল ঘোষের গ্রেফতারি নিয়ে আদালতে মামলা দায়ের স্ত্রী তানিয়ার!

Next Article