‘ভয়ে আছি আমরা’, সজল ঘোষের গ্রেফতারি নিয়ে আদালতে মামলা দায়ের স্ত্রী তানিয়ার!

Sajal Ghosh: ঘটনার সূত্রপাত ১২ অগস্ট, বৃহস্পতিবার রাতে। অভিযোগ ওঠে, মুচিপাড়া থানার বিপরীতে থাকা বিজেপির একটি ক্লাবে গোলমাল হয়।

'ভয়ে আছি আমরা', সজল ঘোষের গ্রেফতারি নিয়ে আদালতে মামলা দায়ের স্ত্রী তানিয়ার!
নিজস্ব চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 23, 2021 | 4:03 PM

কলকাতা: বিজেপি নেতা সজল ঘোষের গ্রেফতারি নিয়ে হাইকোর্টে মামলা দায়ের হল সোমবার। মামলা দায়ের করলেন তাঁর স্ত্রী তানিয়া ঘোষ। পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ করেন তিনি। তানিয়ার বক্তব্য, “এই ঘটনার পর থেকে আতঙ্কে আছি। এই ভাবে কারা গ্রেফতার করে? এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাই আমরা। ক্ষতিপূরণের আবেদনও করা হয়েছে।” মূলত, অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, ক্ষতিপূরণ এবং পরিবারের নিরাপত্তার দাবিতে এই আইনি সাহায্য চান সজল ঘোষের স্ত্রী তানিয়া।

ঘটনার সূত্রপাত ১২ অগস্ট, বৃহস্পতিবার রাতে। অভিযোগ ওঠে, মুচিপাড়া থানার বিপরীতে থাকা বিজেপির একটি ক্লাবে গোলমাল হয়। বিজেপির দাবি, বিনা প্ররোচনায় একদল তৃণমূল কর্মী সমর্থক ওই ক্লাবে ঢুকে নির্বিচারে মারধর করে। কোনও কারণ ছাড়াই হামলা চালানো হয়। জিনিসপত্রও ভাঙচুর করা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামাতে হয় বিরাট পুলিশ বাহিনী। তৃণমূলের পক্ষ থেকে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বলা হয়, বিজেপিই প্রথম চড়াও হয়েছিল।

এরই মধ্যে স্থানীয় বিজেপি নেতা সজল ঘোষের বিরুদ্ধে ভাঙচুরের অভিযোগ তুলে দু’টি এফআইআর দায়ের করে তৃণমূল। সেই অভিযোগের প্রেক্ষিতেই শুক্রবার বিকেলে মুচিপাড়ার থানার পুলিশ ওসির নেতৃত্বে সজল ঘোষের বাড়িতে পৌঁছয়। কিন্তু পুলিশ দরজা খুলতে বললে সজল তা খুলতে রাজি হননি বলে অভিযোগ। এর পরই দরজা ভেঙে তাঁকে গ্রেফতার করে পুলিশ। যে ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে সজল ঘোষের বাড়ির দরজায় রীতিমত লাথি মারছে পুলিশ। সজল ঘোষের বক্তব্য ছিল, বিনা অপরাধে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও পুলিশ সূত্রে খবর, দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ উঠেছে সজলের বিরুদ্ধে। এই ঘটনায় ১৪ অগস্ট সজল ঘোষের স্ত্রী মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করতে যান। যদিও তিনি সেদিন অভিযোগ তুলেছিলেন তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। সেদিনই তানিয়ার হুঁশিয়ারি ছিল, এবার আদালতে যাবেন তিনি। ১৬ অগস্ট জামিন পান সজল ঘোষ। গত সোমবার ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে সজল ঘোষের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে ব্যাঙ্কশাল আদালত।

ধৃত সজল ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় একাধিক মামলা রুজু করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল, তিনি এলাকার এক ব্যবসায়ীকে অস্ত্র দেখিয়ে তাঁর দোকান থেকে ২৫-৩০ হাজার লুঠ করেছেন। এর পাশাপাশি শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। ক্লাব ভাঙচুরেরও অভিযোগ আনা হয়। কিন্তু সজল ঘোষের পরিবারের বক্তব্য ছিল, অস্ত্র নিয়ে ভয় দেখানো বা লুঠের মতো কোনও ঘটনা ঘটেনি। এবার বিষয়টি নিয়ে আইনি লড়াইয়ে নামলেন সজল ঘোষের স্ত্রী তানিয়া ঘোষ। আরও পড়ুন: আদালতে শেষ ত্রিপল চুরি মামলার শুনানি, শুভেন্দুকে অব্যাহতি দেওয়ার বিপক্ষে রাজ্য