Cyclone Sitrang: সিত্রাং আতঙ্ক উপকূলবর্তী এলাকায়, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? কোথায় বাড়বে ঝোড়ো হাওয়ার মাত্রা?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Oct 23, 2022 | 4:33 PM

Cyclone Sitrang: দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার থেকে মঙ্গলবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। কয়েকটি জেলায় বৃষ্টি না হলেও মেঘাচ্ছন্ন থাকবে আকাশ।

Cyclone Sitrang: সিত্রাং আতঙ্ক উপকূলবর্তী এলাকায়, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? কোথায় বাড়বে ঝোড়ো হাওয়ার মাত্রা?

Follow Us

কলকাতা: মঙ্গলবার সকালে বাংলাদেশের (Bangladesh) বরিশালের কাছে তিনকোনা আইল্যান্ড ও সন্দীপের মাঝে ল্যান্ডফলের পূর্বাভাস রয়েছে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের (Cyclone Sitrang)। আর সে কারণেই এপার বাংলা বড় ফাঁড়ার হাত থেকে রক্ষা পেলেও দুর্যোগের আশঙ্কা থেকে যাচ্ছে উপকূলবর্তী জেলাগুলিতে। এদিকে রবিবারের সকাল থেকেই মেঘে ঢেকেছে কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলির আকাশ। এদিকে হাওয়া অফিসের পূর্বাভাস বলছে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনার উপকূলবর্তী এলাকাগুলিতে। আংশিক প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের কিছু অংশে।

একইসঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই রবিবার থেকে মঙ্গলবার মাঝারি বৃষ্টির পূর্বাভাস থাকছে। কয়েকটি জেলায় বৃষ্টি না হলেও মেঘাচ্ছন্ন থাকবে আকাশ। রবিবার সন্ধ্যা থেকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ৩৫ থেকে ৫৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই জেলাতেই। সোমবার ঝোড়ো হাওয়ার গতিবেগ ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টার বেশি হতে পারে। তবে সোমবার থেকে ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এই দুই জেলায় ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামে রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। একইসঙ্গে সমুদ্রে ছ’ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে সোম ও মঙ্গলবার। সেই কারণে দুই চব্বিশ পরগণায় বাঁধের বড় ক্ষতি হতে পারে বলে মনে হচ্ছে। তবে প্রাণহানি ঠেকাতে ইতমধ্যেই উপকূলবর্তী এলাকাগুলিতে জোরদার মাইকিং শুরু করা হয়েছে প্রশাসনের তরফে। নদীতে নামতেও নিষেধ করা হচ্ছে পর্যটকদের। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের সমস্ত ফেরি চলাচল সোমবার ও মঙ্গলবার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে দিঘায় সমুদ্র তীরবর্তী সমস্ত বিনোদনমূলক রাইড বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।

Next Article