Rujira-Menaka: ২ বছরেও তদন্ত শেষ হল না কেন? রুজিরা-মেনকার মামলায় প্রশ্ন হাইকোর্টের

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 04, 2022 | 5:24 PM

Calcutta High Court: ২০১৯ সালের ১৬ মার্চ ওই ঘটনা ঘটে। গভীর রাতে ব্যাঙ্কক থেকে কলকাতাগামী বিমানে ফেরেন রুজিরা এবং মেনকা। শুল্ক দফতরের অভিযোগ, তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ২ কেজি সোনা।

Rujira-Menaka: ২ বছরেও তদন্ত শেষ হল না কেন? রুজিরা-মেনকার মামলায় প্রশ্ন হাইকোর্টের

Follow Us

কলকাতা: দু বছরেও তদন্ত শেষ হল না কেন? রুজিরা নারুলা ও মেনকা গম্ভীরের বিরুদ্ধে হওয়ায় মামলায় এই প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুল্ক দফতরের ভূমিকা নিয়ে এই প্রশ্ন তুলল আদালত। পাশাপাশি, শুল্ক দফতরের বিরুদ্ধে হওয়া মামলার বর্তমান অবস্থা কী, সেটাও জানতে চেয়েছেন বিচারপতি। শুক্রবার এই মামলার শুনানি ছিল। কিন্তু অতিরিক্ত সলিসিটর জেনারেল উপস্থিত না হওয়ায় শুনানি পিছিয়ে গেল। আগামী ডিসেম্বর মাসে শুনানি হতে পারে বলে জানা গিয়েছে।

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলা এবং শ্যালিকা মেনকা গম্ভীরের বিরুদ্ধে সোনা পাচারের অভিযোগ উঠেছিল। সোনা সহ তাঁদের আটক করা হয়েছিল বিমানবন্দরে। পরে ছাড়া পেলেও, তাঁদের বিরুদ্ধে মামলা হয়। হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে আবারও মামলা করে শুল্ক দফতর। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল এদিন। প্রায় ২ বছর আগের ওই মামলায় নতুন করে তৎপর হয়েছে শুল্ক দফতর।

জানা দিয়েছে, কিছুদিন আগে বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে শুল্ক দফতর। বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে মামলাটি তালিকাভুক্ত ছিল বৃহস্পতিবার। তবে হাই কোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ওই মামলায় স্বস্তিতে রয়েছেন রুজিরা এবং মেনকা।

২০১৯ সালের ১৬ মার্চ ওই ঘটনা ঘটে। গভীর রাতে ব্যাঙ্কক থেকে কলকাতাগামী বিমানে ফেরেন রুজিরা এবং মেনকা। শুল্ক দফতরের অভিযোগ, তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ২ কেজি সোনা। তাঁদের আটক করা হয়েছিল রাতে। পরে ভিআইপি পরিচয় দিয়ে গ্রিন করিডর করে ওই দু’জনকে বিমানবন্দর থেকে বের করে নিয়ে যাওয়া হয়। পরে রুজিরা এবং মেনকাকে তলব করে শুল্ক দফতর। কিন্তু শুল্ক দফতরের বিরুদ্ধে মামলা করেন তাঁরা।

কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিষেকের স্ত্রী মেনকা এবং শ্যালিকা রুজিরা। তখন প্রথমে একক বেঞ্চে তাঁরা কিছুটা স্বস্তি পেয়েছিলেন। কিন্তু সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল শুল্ক দফতর। মামলাটির শুনানি তারপর থেকে আর সে ভাবে এগোয়নি। এবার বিষয়টি নিয়ে ফের তৎপর হয়েছে শুল্ক দফতর।

Next Article