Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

High Court: খাদিম কর্তা অপহরণ মামলায় ১৩ বছর পর আক্তার হোসেনকে জামিন দিল হাইকোর্ট

High Court: ২০০১ সালে খাদিম কর্তা অপহরণের ঘটনায় প্রথমে আফতাব আনসারীরা গ্রেফতার হন। যাবজ্জীবন জেলের শাস্তি ভোগ করছেন তাঁরা।

High Court: খাদিম কর্তা অপহরণ মামলায় ১৩ বছর পর আক্তার হোসেনকে জামিন দিল হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট
Follow Us:
| Edited By: | Updated on: Mar 27, 2025 | 9:54 PM

কলকাতা: খাদিম কর্তা পার্থ রায় বর্মণ অপহরণে মূল অভিযুক্ত আফতাব আনসারীর ঘনিষ্ঠদের মধ্যে একজনকে জামিন দিল হাইকোর্ট। চার পাকিস্তানি জঙ্গি সহ আটজনকে গ্রেফতার করা হয়েছিল। তার মধ্যে একজনকে মুক্তি দিল কলকাতা হাইকোর্ট। আক্তার হোসেন নামে হরিয়ানার বাসিন্দা ওই ধৃতকে ভূত বাংলো বা অপহরণের জায়গায় কেউ দেখেনি, এমনটাই উঠে এসেছে সাক্ষীদের বয়ানে। তারই ভিত্তিতে তাকে মুক্তি দিয়েছে বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চ।

২০০১ সালে খাদিম কর্তা অপহরণের ঘটনায় প্রথমে আফতাব আনসারীরা গ্রেফতার হন। যাবজ্জীবন জেলের শাস্তি ভোগ করছেন তাঁরা। সেই অপহরণের মামলায় ২০১২ সালে নূর মহম্মদ, জালালউদ্দিন মোল্লা, মিজানুর রহমান, মজ্জামাল শেখ, আক্তার হোসেন, ঈশক আহমেদ, আরশাদ খান, তারিক মাহমুদ ওরফে নঈমকে গ্রেফতার করা হয়। এদের মধ্যে চারজন পাকিস্তানের বাসিন্দা বলে জানা যায়। তাদের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় আলিপুর কোর্ট। ২০১৭ সালে সেই নির্দেশ দেয় আদালত।

পৃথকভাবে তিন লাখ টাকা করে জরিমানাও ধার্য করা হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যায় আক্তার হোসেন। তাকে মুক্তির নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ।