কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের পর একগুচ্ছ রাজনৈতিক মামলা নিয়ে বিরক্ত হয়েছিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে মামলার সংখ্যা কমছে না এখনও। ফের রক্ষাকবচের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন নন্দীগ্রামের কয়েকজন জয়ী বিজেপি প্রার্থী। বিচারপতি জয় সেনগুপ্তের বেঞ্চে, তাঁদের আবেদন ছিল, নতুন মামলায় জড়িয়ে যেতে পারেন তাঁরা। তাই রক্ষাকবচ দিতে হবে। শুরুতেই বিচারপতি জানিয়ে দেন, তিনি রক্ষাকবচ দেবেন না। আগাম জামিন চাওয়া হচ্ছে না কেন? সেই প্রশ্নও তুলেছেন তিনি। তবে পরে নির্দেশ দেওয়া হয়েছে, ১৬ অগস্ট পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।
মামলাকারীদের দাবি ছিল, জয়ী হওয়া সত্ত্বেও বিজেপিকে বোর্ড গঠন করার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে নন্দীগ্রামে। প্রার্থীদের পুরনো মামলায় ডেকে হেনস্থা করা হচ্ছে বলে তাঁরা অভিযোগ তুলেছিলেন পুলিশের বিরুদ্ধে। তাঁদের অভিযোগ ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় এক জনসভায় বলেন, জয়ী বিজেপি প্রার্থীদের জন্য অশান্তি হচ্ নন্দীগ্রামে। এরপর থেকেই নাকি আরও বেশি সক্রিয় হয়ে ওঠে পুলিশ।
বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি জয় সেনগুপ্ত প্রশ্ন করেন, কেন আগাম জামিন চাইছেন না? তিনি আরও বলেন, আমি কোনও রক্ষাকবচ দেব না। ভোট শেষ। এখন আর ভোটের কারণ দেখানো যাবে না। পরে তিনি নির্দেশ দেন, ১৬ অগস্ট অর্থাৎ পরবর্তী শুনানি পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।