কলকাতা: শিক্ষা দফতর নিয়ে কার্যত অভিযোগের পাহাড় জমেছে আদালতে। নিয়োগ দুর্নীতির পাশাপাশি বদলির বেনিয়ম নিয়েও উঠেছে অভিযোগ। এমনই একটি মামলায় এবার বিপাকে পড়লেন প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্যতম আধিকারিক তথা তৃণমূল বিধায়ক। মধুসূদন ভট্টাচার্য নামে ওই ডিপিএসএসি-র চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এক শিক্ষকের করা মামলায় তলব করা হলেও চেয়ারম্যান উপস্থিত হননি আদালতে। তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
পূর্ব বর্ধমানের এক শিক্ষক বদলির জন্য আবেদন করেছিলেন। দীর্ঘ দিন ধরে সেই আবেদন মঞ্জুর না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছিল, ওই শিক্ষক যে স্কুলে শিক্ষকতা করেন, সেই শিজেপাড়া এফপি স্কুলে ছাত্র ও শিক্ষকের সংখ্যার অনুপাত কী আছে, তা জানাতে হবে। ডিআই এবং প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যানকে তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
আদালতে রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব এক আপার ডিভিশন ক্লার্ককে দিয়েছিলেন ডিপিএসএসি-র মধুসূদন ভট্টাচার্য। এরপর বিচারপতি নির্দেশ দিয়েছিলেন, ওই ডিপিএসসি চেয়ারম্যানকে আদালতে হাজিরা দিতে হবে। বুধবার হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হলেও হাজিরা দেননি তিনি। করোনা ও ডেঙ্গির কারণে অসুস্থ হওয়ায় তিনি ক্লার্ককে দায়িত্ব দিয়েছিলেন। এ কথা শুনেই ক্ষুব্ধ হন বিচারপতি। এরপরই ছুটিতে পাঠানোর নির্দেশ দেন তিনি। ডিপিএসএসি চেয়ারম্যানকে ছুটিতে পাঠানোর বিষয়টি দেখার জন্য শিক্ষা দফতরের প্রিন্সিপাল সেক্রেটারিকে দায়িত্ব দিয়েছেন তিনি।