Ram Navami NIA: ‘সুপ্রিম’ নির্দেশেও সহযোগিতায় ‘না’ পুলিশের! রাম নবমী মামলায় ফের হাইকোর্টে NIA

Shrabanti Saha | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jul 26, 2023 | 2:40 PM

Ram Navami NIA: রাম নবমীর দিন রাজ্যের শিবপুর, হাওড়া, ডালখোলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়।

Ram Navami NIA:  ‘সুপ্রিম’ নির্দেশেও সহযোগিতায় ‘না’ পুলিশের! রাম নবমী মামলায় ফের হাইকোর্টে NIA
কলকাতা হাইকোর্ট
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: রামনবমীতে অশান্তির ঘটনার তদন্তে রাজ্য সহযোগিতা করছে না। এই বিষয়টি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ এনআইএ। সুপ্রিম কোর্টের তরফে গত সোমবারই স্পষ্ট করে দেওয়া হয়েছে, রামনবমীতে অশান্তির ঘটনায় তদন্তভার থাকবে এনআইএ-এর হাতে। শীর্ষ আদালতে রাজ্যের আবেদন খারিজ হয়ে যায়। এনআইএ-এর বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশের পরও কোনও নথি রাজ্য পুলিশ দিচ্ছে না। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে মামলা দায়ের করে। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা।

রাম নবমীর দিন রাজ্যের শিবপুর, হাওড়া, ডালখোলা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হিংসার অভিযোগ ওঠে। কলকাতা হাইকোর্টে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর তরফে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। তিনিই প্রথমে রাম নবমীতে হিংসার ঘটনার তদন্তে এনআইএ তদন্তের দাবি জানান। কলকাতা হাইকোর্টে দীর্ঘ শুনানির পর এনআইএ-র হাতে তদন্তভার দেওয়া হয়।

কিন্তু কেন রাজ্য পুলিশের তরফ থেকে তদন্তভার এনআইএ-এর হাতে দেওয়া হল, তা নিয়ে প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি মনোজ মিশ্র, বিচারপতি জেবি পরদিওয়ালার বেঞ্চে সোমবার এই মামলার শুনানি ছিল।

৫ এপ্রিল আদালতে পুলিশের তরফে অ্যাকশন রিপোর্ট জমা দেওয়া হয়। সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে সওয়াল করেছিলেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। তিনি সওয়াল করেন, ৩৯ জনকে রাজ্য পুলিশ গ্রেফতার করেছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কলকাতা হাই কোর্ট এনআইএ তদন্তের যে নির্দেশ দিয়েছে, তাতে হস্তক্ষেপ করা হবে না।

আগেই রাজ্য় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জনস্বার্থ মামলার প্রেক্ষিতে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছিল, রাজ্যকে এই মামলার সমস্ত নথি এনআইএ-কে হস্তান্তর করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত এই মামলার তদন্তের নথি রাজ্য পুলিশের তরফে হস্তান্ত করা হয়নি বলে অভিযোগ এনআইএ-এর।

Next Article