Calcutta High Court: আইনজীবী নিরাপত্তা না পাওয়ায় বিচারপতি বললেন, ‘বিপদে পড়বে পুলিশ’

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Sep 06, 2023 | 4:27 PM

Calcutta High Court: মঙ্গলবারের শুনানির পরই বিচারপতি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রাত পেরলেও দেখা মেলেনি পুলিশের। তাই বুধবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি।

Calcutta High Court: আইনজীবী নিরাপত্তা না পাওয়ায় বিচারপতি বললেন, বিপদে পড়বে পুলিশ
পুলিশকে ধমক হাইকোর্টের
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও আইনজীবীর বাড়িতে কোনও নিরাপত্তা দেয়নি পুলিশ। অভিযোগ শুনে ক্ষোভ প্রকাশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। অবিলম্বে আদালতের নির্দেশ না মানলে পুলিশকে বিপদে পড়তে হতে পারে বলে জানিয়েছেন বিচারপতি। আইনজীবীর করা মামলায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল আগেই। মঙ্গলবারের শুনানির পরই বিচারপতি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। রাত পেরলেও দেখা মেলেনি পুলিশের। তাই বুধবার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি। এদিন তিনি বলেন, “এখনই পদক্ষেপ করুন। না হলে বিপদে পড়বে পুলিশ। রাতেই নির্দেশের কপি আপলোড হয়েছে। তারপরেও নির্দেশ মানতে ইচ্ছে করছে না?”

শুকদেব সরকার নামে ওই আইনজীবী দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের বাসিন্দা। অভিযোগ ছিল, বেআইনি নির্মাণ নিয়ে মামলা করার পর সেই নির্মাণের ছবি তুলতে গেলে কেউ বা কারা মারধর করেন আইনজীবীকে। মাথায় রড দিয়ে মারা হয় বলেও অভিযোগ। আইনজীবী জানিয়েছিলেন, মাথায় রড দিয়ে মারার পর লঘু ধারায় মামলা করে পুলিশ। ধরা পড়লেও জামিন পেয়ে যান অভিযুক্ত। থানায় অভিযোগ জানাতে গিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলেও অভিযোগ ওঠে। মঙ্গলবার সেই মামলায় সিআইডি -ডিআইজি-কে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল।

সেই নির্দেশেও বুধবার আপত্তি জানিয়েছে রাজ্য। রাজ্য আদালতে জানিয়েছে, সিআইডি-তে মোট তিনটি ডিআইজি পদ রয়েছে, কিন্তু বর্তমানে একজন ডিআইজি সব সামাল দিচ্ছেন। তিনি আবার নিয়োগ দুর্নীতির মামলার দায়িত্বেও রয়েছেন। সিআইডি-র অন্য অফিসারকে তদন্তের দায়িত্ব দেওয়া হোক বলে আবেদন করেছে রাজ্য।

এ কথা শুনে বিচারপতি বলেন, “রাজ্যের মত নিয়েই এই নির্দেশ দেওয়া হয়েছে। আগে তদন্ত শুরু করুন।” প্রাথমিক রিপোর্ট আসার পর অফিসারের বিষয়টি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

Next Article