Calcutta High Court: ‘এতদিন ধরে কী করছেন?’,বিচারপতির প্রশ্নের মুখে রাজ্যের কোনও যুক্তি ধোপে টিকল না হাইকোর্টে

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 02, 2024 | 2:28 PM

Calcutta High Court: মামলাকারীর আইনজীবীর অভিযোগ, পুলিশ প্রভাবশালীদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। এরই মধ্যে বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় কড়েয়ায় এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে, তাতেই আরও আতঙ্কিত মামলাকারী।

Calcutta High Court: এতদিন ধরে কী করছেন?,বিচারপতির প্রশ্নের মুখে রাজ্যের কোনও যুক্তি ধোপে টিকল না হাইকোর্টে
কলকাতা হাইকোর্ট।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: নিয়ম মেনে তদন্ত করছে না পুলিশ! কড়েয়া থানায় পুলিশের উদাসীনতা নিয়ে প্রশ্ন উঠল কলকাতা হাইকোর্টে। বেআইনি নির্মাণের বিরুদ্ধে হাইকোর্টে মামলা করায় তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে বলে অভিযোগ। এমনকী প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়ার অভিযোগ তুলেছেন মামলাকারীর। তাঁর দাবি, এতকিছু ঘটার পরও কোনও পদক্ষেপ করেনি পুলিশ। থানায় অভিযোগ জানানোর পরও কোনও লাভ হয়নি! এই মামলায় বিচারপতির প্রশ্নের মুখে পড়তে হয়েছে পুলিশকে।

শুক্রবারের শুনানিতে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ প্রশ্ন করেন, ‘এতদিন ধরে কী করছেন? কেন এতদিনেও কোনও বয়ান রেকর্ড করা হল না?’ উত্তরে রাজ্য জানায় তদন্ত এখনও চলছে। কিন্তু সেই সাফাই দিতে গেলে পাল্টা যুক্তি দেন বিচারপতি। বিচারপতি ভরদ্বাজের বক্তব্য, তদন্তের শুরুতেই অভিযোগকারীর সঙ্গে কথা বলে বয়ান রেকর্ড করা উচিত পুলিশের। আর তার ওপর ভিত্তি করেই তদন্ত এগোনোর কথা।

মামলাকারীর আইনজীবীর অভিযোগ, পুলিশ প্রভাবশালীদের হাতে নিয়ন্ত্রিত হচ্ছে। এরই মধ্যে বেআইনি নির্মাণের প্রতিবাদ করায় কড়েয়ায় এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে, তাতেই আরও আতঙ্কিত মামলাকারী। আদালতের নির্দেশ, পুলিশ আগে মামলা কারীর বক্তব্য রেকর্ড করবে। আইন মেনে তদন্ত এগোতে হবে পুলিশকে। ২০ অগস্ট পুলিশকে তদন্তের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে আদালতে।

Next Article