কলকাতা : আরও একধাপ এগিয়ে কার্যত চরমে পৌঁছল রাজ্য-রাজ্যপাল সংঘাত। সম্প্রতি যে উপাচার্যদের নিয়োগ করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, তাঁদের উপাচার্য হিসেবে পারিশ্রমিক ও ভাতা না গ্রহণ করার নির্দেশ দিল উচ্চশিক্ষা দফতর। রাজ্যের সঙ্গে আলোচনা না করেই ওই উপাচার্যদের নিয়োগ করা হয়েছে, এই অভিযোগেই এবার কড়া পদক্ষেপ করল শিক্ষা দফতর। আইনি পরামর্শ নেওয়ার পরই এই পদক্ষেপ করা হয়েছে বলে সূত্রের খবর। বেতন ও ভাতা বন্ধ সংক্রান্ত যে নির্দেশ, তা রাজ্যের তরফে বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারকে দেওয়া হয়েছে।
সম্প্রতি রাজ্যের একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেছিলেন, রাজ্য তথা শিক্ষা দফতরের সঙ্গে কোনও কথা না বলেই এই নিয়োগ করা হয়েছে। তাই এই নিয়োগ মেনে নেওয়া হবে না বলেই জানিয়ে ছিলেন তিনি। শুধু তাই নয়, সংশ্লিষ্ট অধ্যাপকেরা উপাচার্য পদ যাতে গ্রহণ না করেন, সেই আবেদনও জানিয়েছিলেন তিনি। কেউ কেউ রাজ্যপালের নিয়োগ প্রত্যাখ্যান করলেও বেশিরভাগই তা গ্রহণ করেন। সেই উপাচার্যদের ক্ষেত্রে ভাতা ও পারিশ্রমিক না-নেওয়ার কথা বলেছে রাজ্য।
সোমবার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলির রেজিস্ট্রারদের এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে, “শিক্ষা দফতরের মন্ত্রীর সঙ্গে কথা না বলে করা এই অস্থায়ী নিয়োগ আইন মেনে হয়নি।” আরও বলা হয়েছে, “এই উপাচার্যদের নিয়োগ বৈধ নয়। তাই তাঁরা পারিশ্রমিক ও ভাতা তুলতে পারবেন না। অন্যথায় কড়া পদক্ষেপ করা হবে।”
এই নিয়োগ ঘিরে প্রথম থেকেই সংঘাতের ছবি সামনে এসেছে। যে সব বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের মেয়াদ ফুরিয়ে গিয়েছিল, সেই বিশ্ববিদ্যালয়ে নিয়োগের জন্য কয়েকজন অধ্যাপককে ডেকে গত মাসে বৈঠক করেছিলেন রাজ্যপাল। সেই বৈঠকের অব্যবহিত পরই নিয়োগ করা হয় উপাচার্যদের। এরপর নতুন মাত্রা নেয় রাজ্য-রাজ্যপাল সংঘাত।