Mamata-Hasina: ‘বোন’ মমতার জন্য হাসিনার উপহার, বাছাই করা ৬০০ কেজি পদ্মাপারের আম এল বাংলায়

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Jun 12, 2023 | 11:45 PM

Mamata Banerjee and Sheikh Hasina: দুই বাংলার বন্ধুত্বকে আরও গভীর করতে মমতা ও হাসিনা দু'জনেরই একাধিক উদ্যোগ রয়েছে। আর এবার সেই বন্ধুত্বকে আরও মজবুত করে সৌজন্যের আম উপহার পাঠালেন হাসিনা। জানা যাচ্ছে, সোমবার দুপুরেই বেনাপোল স্থলবন্দর দিয়ে হাসিনার পাঠানো আম এসে পৌঁছেছে বাংলায়।

Mamata-Hasina: বোন মমতার জন্য হাসিনার উপহার, বাছাই করা ৬০০ কেজি পদ্মাপারের আম এল বাংলায়
মমতাকে আম পাঠালেন হাসিনা

Follow Us

কলকাতা: ওপার বাংলা থেকে উপহার এল রাজ্যে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banejee) উপহার হিসেবে পদ্মাপারের আম পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। প্রায় ৬০০ কেজিরও বেশি আম ওপার বাংলা থেকে সোমবার এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে। সীমান্তের কাঁটাতার থাকলেও দুই বাংলার মনের টান এখনও রয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুসম্পর্কের কথাও কারও অজানা নয়। বিগত বছরগুলিতে এমন বহু নিদর্শন দেখা গিয়েছে। দুই বাংলার বন্ধুত্বকে আরও গভীর করতে মমতা ও হাসিনা দু’জনেরই একাধিক উদ্যোগ রয়েছে। আর এবার সেই বন্ধুত্বকে আরও মজবুত করে সৌজন্যের আম উপহার পাঠালেন হাসিনা। জানা যাচ্ছে, সোমবার দুপুরেই বেনাপোল স্থলবন্দর দিয়ে হাসিনার পাঠানো আম এসে পৌঁছেছে বাংলায়।

বাংলাদেশ থেকে এমন উপহার অবশ্য নতুন নয়। এর আগেও বাংলার মুখ্যমন্ত্রীকে আম উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা। গতবছরই প্রায় এক কুইন্টাল হাঁড়িভাঙা আম ওপার বাংলা থেকে এপার বাংলায় উপহার হিসেবে পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। সেই আম পেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একটি চিঠি লিখেছিলেন শেখ হাসিনাকে। এদিকে মমতাও হাসিনাকে অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের উপহার পাঠিয়েছেন। পুজোর সময়ে বা ইদের মরশুমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য শাড়ি পাঠাতে দেখা গিয়েছে মমতাকে। আবার ওপার বাংলা থেকেও কখনও ইলিশ, কখনও আম উপহার এসেছে।

হাসিনা ও মমতার মধ্যে সম্পর্ক যে রাজনৈতিক বা কূটনৈতিক সম্পর্কের অনেক ঊর্ধ্বে, তা উভয়েই বার বার বোঝানোর চেষ্টা করেছেন। মমতাকে ‘বোন’ বলে সম্বোধনও করেন হাসিনা। হাসিনা বলেছিলেন, ‘মমতা আমার বোনের মতো।’ মমতা ও তাঁর সম্পর্ক যে চিরকাল রাজনীতি ও কূটনীতির ঊর্ধ্বে, তাও বোঝাতে কোনও খামতি রাখেননি হাসিনা। আর এবার ফের একবার বাংলাদেশ থেকে আম এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। এই উপহার দুই বাংলার বন্ধুত্বকে আরও বেশি মজবুত করবে বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

Next Article