West Bengal HS Result 2025: বাংলার সেরা প্রথম দশ, কারা হলেন? রইল পূর্ণাঙ্গ তালিকা
WBCHSE Uchha Madhyamik 3rd Semester Exam Results: দ্বিতীয় স্থানে রয়েছে মোট ১০ জন। যথাক্রমে অতনু বন্দ্যোপাধ্য়ায়, সৃজন পারিচ্ছা, সৌমলয়া রুদ্র, ত্রিদেব চক্রবর্তী, তপব্রত দাস, অর্কদ্যুতি ধর, অরিঘ্ন সরকার, ঐথ পাচ্ছাল, আদ্রিত পাল ও প্রত্যুষ মণ্ডল। এঁদের মধ্য়ে তপব্রত দাস বাদে প্রত্যেকেই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া।

কলকাতা: প্রকাশিত হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম পর্বের ফলাফল। প্রথম দশে নাম তুলেছে মোট ৬৯ জন পরীক্ষার্থী। যাঁদের মধ্যে ৬৬ জন ছাত্র ও ৩ জন ছাত্রী। এছাড়াও ৬৮ জন রয়েছে বিজ্ঞান বিভাগের পড়ুয়া ও একজন বাণিজ্য বিভাগের পড়ুয়া।
রইল মেধাতালিকা –
প্রথম হয়েছে দু’জন। সংসদ জানিয়েছে, প্রথম পর্বে একেবারে শীর্ষ স্থানে নাম উঠেছে দু’জন পড়ুয়ার। প্রথম জন হল, প্রীতম বল্লভ, সে হুগলির বাসিন্দা। তবে পড়াশোনা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে। দ্বিতীয় জন হল আদিত্য নারায়ণ জানা। সেও পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের ছাত্র। প্রথম হওয়া দু’জন পরীক্ষার্থীর শতাংশের নিরিখে প্রাপ্ত নম্বর ৯৮.৯৭ শতাংশ।
দ্বিতীয় স্থানে রয়েছে মোট ১০ জন। যথাক্রমে অতনু বন্দ্যোপাধ্য়ায়, সৃজন পারিচ্ছা, সৌমলয়া রুদ্র, ত্রিদেব চক্রবর্তী, তপব্রত দাস, অর্কদ্যুতি ধর, অরিঘ্ন সরকার, ঐথ পাচ্ছাল, আদ্রিত পাল ও প্রত্যুষ মণ্ডল। এঁদের মধ্য়ে তপব্রত দাস বাদে প্রত্যেকেই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া। তপোব্রত পড়াশোনা করছে বীরভূমের সিউরি পাবলিক এবং চন্দ্রঘাটি মুস্তাফি মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে। দ্বিতীয় স্থানে থাকা ১০ জনের শতাংশের নিরিখে প্রাপ্ত নম্বর ৯৮.৯৫ শতাংশ।
তৃতীয় স্থানে রয়েছে মাত্র একজন। সোহম ভৌমিক। শতাংশের নিরিখে প্রাপ্ত নম্বর ৯৮.৯২ শতাংশ। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
মেধাতালিকায় চতূর্থ স্থানে রয়েছে মোট ১০ জন। যাঁদের প্রত্যেকেরই শতাংশের নিরিখে প্রাপ্ত নম্বর ৯৮.৪২ শতাংশ। এই তালিকায় মেয়েদের নিরিখে প্রথম হয়েছেন দীপান্বিতা পাল। দক্ষিণ দিনাজপুরের দৌলতপুর হাই স্কুলের ছাত্রী সে। প্রথম দশে নাম রয়েছে চতূর্থ স্থানে। এছাড়াও নাম রয়েছে, মেদিনীপুর কলিজিয়েট স্কুলের মণিশ সেনাপতির, নাম রয়েছে আলেখ্য মাইতি, জয় হীরা, দেবপ্রিয় মাঝি, সাগ্নিক ঘটক, ঋতব্রত ঘোষ, তন্ময় মণ্ডল, শুভদ্বীপ অধিকারী, জিষ্ণ কুণ্ডুর। এরা প্রত্যেকেই রামকৃষ্ণ মিশনের পড়ুয়া।
পঞ্চম স্থান অধিকার করেছে দু’জন। হাওড়ার আব্দুল মোতালিব হাই মাদ্রাসার রেহান রিজভি শেখ, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের সৌমদ্বীপ মিশ্র। শতাংশের নিরিখে এঁদের প্রাপ্ত নম্বর ৯৮.৩৮ শতাংশ।
ষষ্ঠ স্থানে রয়েছে ১৩ জন। কোচবিহারের মাথাভাঙা হাইস্কুলের সূর্য বর্মন। আবির ভট্টাচার্য, সোহনদ্বীপ খাটুয়া, অভ্রনীল চক্রবর্তী, স্বতন্ত্র জানা, আয়ুশ ঘোষাল, রৌনক দে, সৈকত সর্দার, সৌমিক দত্ত, মডেল স্কুলের তুহিন আখতার, সৌমদ্বীপ ধারা, ময়ূখ পাল, অনুপ ভাট।
সপ্তম স্থানে রয়েছে মোট ৬ জন পড়ুয়া। যারা প্রত্যেকেই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। যথাক্রমে শুভদীপ দিন্দা, সৌহার্দ্য দাস, সৃজন পাল, অলিভ গাইন, সৌরাশীষ দে, অনিশ গণতাইত। এদের প্রাপ্ত নম্বর ৯৭.৮৪ শতাংশ।
অষ্টম স্থানাধিকার করেছে ক্য়ালকাটা মাদ্রাসা স্কুলের ঘোলাম ফইসাল। তার প্রাপ্ত নম্বর ৯৭.৫০ শতাংশ।
নবম স্থানে রয়েছে মোট ১৫ জন পড়ুয়া। যাদের মধ্যে একজন ছাত্রী। নাম অদ্রিজা গান। অদ্রিজা রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস হাইস্কুলের ছাত্রী। শতাংশের নিরিখে তার প্রাপ্ত নম্বর ৯৭.৩৭ শতাংশ। বলা যেতে পারে, মেয়েদের মধ্যে দ্বিতীয় হয়েছে সে। অদ্রিজা নবম স্থানে ঠাঁই পেয়েছে পল্লব কুমার ভোয়াল, সমর্পণ বিশ্বাস, আদিত্য রঞ্জন রায়, সায়ন্তন দত্ত, সুভয়ন মণ্ডল, মণিদীপ মাহাতো, দীপ চক্রবর্তী, অয়ন মান্না, অরিত্র দুয়ারি, সৌমদ্বীপ খান, আদর্শ মণ্ডল, সাদমান আবতাহি, সর্বজিৎ দাস ও সোহম ঘোষ।
দশম স্থানে রয়েছে মোট ন’জন। যাঁদের মধ্য়ে একজন ছাত্রী। মেয়েদের তৃতীয় সে। নাম স্নেহা সুরাই। বিদ্যা ভারতী গার্লস হাইস্কুলে পাঠরত এই ছাত্রী। তাঁকে ছাড়াও দশম স্থানাধিকার করেছে শুভম রায়, ঋত্বিক দত্ত, শুভদীপ সরকার, সৌম্যলয়া পাত্র, আবু লাহিল সিদ্দিকী, শুভ্রাকান্তি জানা, নৈঋত রঞ্জন পাল, রেহান আনসারি। শতাংশের নিরিখে প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৯৭.৩০ শতাংশ।
