All Party Meeting Updates: ‘পশ্চিমবঙ্গ দিবস’ নিয়ে সর্বদল বৈঠক, বিরোধীদের গরহাজিরা নিয়ে খোঁচা ফিরহাদের

Deeksha Bhuiyan | Edited By: Soumya Saha

Aug 29, 2023 | 12:57 PM

West Bengal Day: আজ নবান্নের সর্বদল বৈঠকে ডাকা হয়েছে বাম-কংগ্রেস-বিজেপি সহ সব পক্ষকে। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, বিরোধীরা কেউ থাকছেন না এই সর্বদল বৈঠকে।

All Party Meeting Updates: পশ্চিমবঙ্গ দিবস নিয়ে সর্বদল বৈঠক, বিরোধীদের গরহাজিরা নিয়ে খোঁচা ফিরহাদের
বিরোধীদের খোঁচা ফিরহাদের
Image Credit source: নিজস্ব চিত্র

Follow Us

কলকাতা: মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌজন্যে পশ্চিমবঙ্গ দিবস। রাজভবনে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস পালন করা হয়েছিল। কিন্তু তা না পসন্দ রাজ্য সরকারের। এমন অবস্থায় বিধানসভার স্পিকারের তৈরি কমিটি প্রস্তাব দিয়েছে পয়লা বৈশাখ দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের জন্য। সঙ্গে বাংলার জন্য একটি রাজ্য সঙ্গীত নিয়ে আসার চিন্তাভাবনাও চলছে। এসব নিয়েই মঙ্গলবার নবান্ন সভাঘরে সর্বদল বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

  1. আজ নবান্নের সর্বদল বৈঠকে ডাকা হয়েছে বাম-কংগ্রেস-বিজেপি সহ সব পক্ষকে। কিন্তু এখনও পর্যন্ত যা খবর, বিরোধীরা কেউ থাকছেন না এই সর্বদল বৈঠকে। এদিকে আবার ৩১ অগস্ট ও ১ সেপ্টেম্বর মুম্বইয়ে ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক রয়েছে। সেখানে আবার মমতার সঙ্গে এক টেবিলে বসতে চলেছেন সনিয়া গান্ধী, সীতারাম ইয়েচুরিরা। আর এই নিয়েই রাজ্য রাজনীতিতে চর্চা তুঙ্গে। জাতীয় স্তরে ‘বন্ধু’ বা বাংলাতে এলেই ‘কুস্তি’? সেই প্রশ্ন আরও জোরাল হচ্ছে।
  2. কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার এদিন মমতার ডাকা সর্বদল বৈঠকে বাম-কংগ্রেসের অনুপস্থিতি নিয়ে খোঁচা দিয়েছেন ইন্ডিয়া জোটকে। বলছেন, ‘এটা কোনও জোটই হয়নি। যদি জোট হত, তাহলে সর্বত্র তারা একইভাবে থাকত। এটা নিজ নিজ এলাকায়, কুর্সি বাঁচানোর চেষ্টা।’
  3. রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যেমন সর্বদল বৈঠকে বিরোধীদের না আসাকে কটাক্ষ করে বলেই দিয়েছেন, যাঁদের বাংলাকে নিয়ে চর্চা করতে ভালবাসেন না, তাঁরা আসেন না। বললেন, ‘আমরা বাংলাকে নিয়ে গর্বিত। বাংলার ব্যাপারে চর্চা করতে আমাদের মনের ভিতর থেকে আবেগ আসে। যাঁদের সেটা নেই, তাঁরা আসেন না।’
  4. উল্লেখ্য, রাজভবন থেকে যে ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করা হয়েছে, সেই দিনটির পক্ষেই মত বিজেপির। ওই দিনটিকেই বিজেপি পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালন করতে চাইছে বলে জানা যাচ্ছে। সেই প্রসঙ্গেও প্রশ্ন করা হয়েছিল মন্ত্রী ফিরহাদকে। তাঁর সাফ জবাব, ‘বাংলায় সাম্প্রদায়িকতার কোনও স্থান নেই।’
Next Article