মাসের শেষে ফের ‘সেকেন্ড হোম’ কলকাতায় অমিত, নজরে মতুয়া ভোট

ঋদ্ধীশ দত্ত |

Jan 12, 2021 | 9:21 PM

বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সদ্য ঘুরে যাওয়ার পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যদি রাজ্যে আসেন, তবে তা হবে এক অভূতপূর্ব ঘটনা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মোদী-শাহকে চাক্ষুষ করবে কলকাতা।

মাসের শেষে ফের সেকেন্ড হোম কলকাতায় অমিত, নজরে মতুয়া ভোট
ফাইল ছবি।

Follow Us

কলকাতা: আগামী কয়েক মাসের জন্য কলকাতাকেই (Kolkata) নিজের ‘সেকেন্ড হোম’ বানিয়ে ফেলতে চলেছেন অমিত শাহ (Amit Shah)। সূত্রের খবর, জানুয়ারি মাসের শেষে ফের রাজ্যে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এবারও এসে দু’দিন থাকবেন তিনি। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, আগামী ৩০ জানুয়ারি শহরে পা রাখবেন শাহ। ফিরবেন ৩১ জানুয়ারি।

দিনকয়েক আগে পর্যন্ত জল্পনা ছিল, স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে ১২ জানুয়ারি রাজ্যে তিনি আসতে পারেন। তবে সেই সফর পিছিয়ে গিয়েছে ৩০ জানুয়ারি পর্যন্ত। এমনটাও শোনা যাচ্ছে যে, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজীর জন্মদিনে কলকাতা আসতে পারেন। যদিও সেই সফরের সত্যতা এখনও নিশ্চিত করেনি প্রধানমন্ত্রীর দফতর। তবে বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা সদ্য ঘুরে যাওয়ার পর প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী যদি রাজ্যে আসেন, তবে তা হবে এক অভূতপূর্ব ঘটনা। মাত্র এক সপ্তাহের ব্যবধানে মোদী-শাহকে চাক্ষুষ করবে কলকাতা। এই ঘনঘন সফরই কার্যত বুঝিয়ে দিচ্ছে, বিধানসভা ভোটের আগে বাংলাকে কতটা গুরুত্ব দিচ্ছে বিজেপির হাইকমান্ড।

তবে বাংলা সফরের আগে আরও তিনটি রাজ্যে সফর করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার মধ্যে রয়েছে ভোটমুখী অসমও। ১৫ জানুয়ারি তিনি গুজরাটে যাবেন। এরপর ১৬ এবং ১৭ জানুয়ারি যাবেন কর্নাটকে। এ বছরেই বিধানসভা ভোট হতে চলা অসমে ২৪ জানুযারি সভা করবেন তিনি। শেষে আসবেন বাংলায়। বনগাঁর ঠাকুননগরে মিছিলের পাশাপাশি সভা করবেন তিনি। রাজ্য বিজেপিকে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ, এই বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি সেরে রাখতে হবে।

তবে অমিত শাহ যেদিনই রাজ্যে আসুন না কেন, তিনি যে বনগাঁর ঠাকুননগরে জনসভা করবেন তা আগে থেকেই নির্ধারিত হয়ে আছে। কেননা, বহুদিন ধরেই নাগরিকত্ব আইন নিয়ে মতুয়াদের অসন্তোষ বিজেপির ‘গলার কাঁটা’ হয়ে রয়েছে। বিশেষ করে মতুয়া মহাসংঘের সাংসদ শান্তনু ঠাকুর যেভাবে ‘বেসুরো’ কথা বলছেন, তা স্বস্তিতে রাখেনি বিজেপিকে। ফলে যতদিন না এই আইন কার্যকর হচ্ছে, ততদিন মতুয়াদের বুঝিয়ে-সুঝিয়ে তাঁদের ভোটব্যাঙ্ক ধরে রাখা বড় চ্যালেঞ্জ বিজেপির কাছে।

আরও পড়ুন: ভ্যাকসিন পেতে রাজনীতিবিদরা যেন বেশি লম্ফঝম্ফ না করেন: প্রধানমন্ত্রী

এই কাজটা সফলভাবে করতে যে একমাত্র কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পারেন, তা বিলক্ষণ জানেন বিজেপি নেতৃত্ব। সেই কারণে অমিত শাহের এই সফর রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে। তিনি মতুয়াদের কী বার্তা দেন সেদিকে নজর থাকবে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন: নেতাজীর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী কি কলকাতায়? ধোঁয়াশা জিইয়ে রাখল সাউথ ব্লক

Next Article