নেতাজীর জন্মজয়ন্তীতে প্রধানমন্ত্রী কি কলকাতায়? ধোঁয়াশা জিইয়ে রাখল সাউথ ব্লক
তবে প্রধানমন্ত্রী যে সেদিন রাজ্যে আসছেন তেমন কোনও সুনিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। যদিও রাজ্য বিজেপির এই 'আবদার' ইতিমধ্যেই রাজধানীর দীনদয়াল উপাধ্যায় মার্গে পৌঁছে গিয়েছে।
কলকাতা: গত সাত বছর ধরে কেন্দ্রে ক্ষমতায় থাকলেও এই প্রথমবার নেতাজীর জন্মজয়ন্তী (Netaji Birth Anniversary) বিশেষভাবে পালন করার প্রস্তুতি নিয়েছে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকার। বাঙালির মননে অধিষ্ঠিত সুভাষচন্দ্র বসুর আবেগকে বাড়তি গুরুত্ব দিতে কোনও খামতি রাখতে চাইছে না বিজেপি। সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি যাতে বাংলার মাটি থেকে সেই আবেগকে আরও একধাপ উপরে নিয়ে যাওয়া যায়, তার জন্য খোদ প্রধানমন্ত্রীকে রাজ্যে আমন্ত্রণ জানিয়েছেন দিলীপ ঘোষরা।
তবে প্রধানমন্ত্রী যে সেদিন রাজ্যে আসছেন তেমন কোনও সুনিশ্চিত তথ্য এখনও পাওয়া যায়নি। যদিও রাজ্য বিজেপির এই ‘আবদার’ ইতিমধ্যেই রাজধানীর দীনদয়াল উপাধ্যায় মার্গে পৌঁছে গিয়েছে। সেখান থেকে তা পাঠানো হয়েছে সাউথ ব্লকে প্রধানমন্ত্রীর দফতরে। আমন্ত্রণ পৌঁছলেও তা গ্রহণ করার সত্যতা এখনও নিশ্চিত হয়নি।
যদিও সূত্রের খবর, প্রধানমন্ত্রী যাতে সেই বিশেষ দিনে আসতে পারেন তার প্রস্তুতি পিএমও-র পক্ষ থেকে নেওয়া শুরু হয়েছে। আগামী ১৮-১৯ জানুয়ারি নাগাদ দিল্লি থেকে দুই শীর্ষস্তরের আমলা আসতে পারেন কলকাতায়। এখানে এসে তাঁরা এমন কোনও জায়গার সন্ধান করবেন যেখান থেকে ২৩ জানুয়ারি বক্তব্য রাখতে পারেন মোদী। কলকাতা শহরের খ্যাতনামা কোনও সৌধ বা স্থাপত্যই সেই তালিকায় অগ্রাধিকার পেতে পারে, সূত্রের খবর এমনটাই।
আরও পড়ুন: ‘কারা ছেড়ে গেল তা ইগনোর করুন’, বাংলার ‘ঐতিহ্য রক্ষা’য় ঝাঁপাচ্ছেন মমতা
শুধু তাই নয়। নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কী কী কর্মসূচি নেওয়া হচ্ছে, সেই তথ্যও জোগাড় করেছেন ওই দুই আমলা। ফলে প্রধানমন্ত্রী যে সেদিন উপস্থিত থাকতে পারেন, এমন সম্ভবনা তীব্রতর হলেও তা বিজেপি বা সাউথ ব্লক, কেউ নিশ্চিত করেনি।
আরও পড়ুন: টিকাকরণ প্রক্রিয়া নিয়ে সকল রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সোমবার বৈঠকে প্রধানমন্ত্রী