ভোট পরবর্তী হিংসা নিয়ে শাহকে অভিযোগ শুভেন্দুর, বাংলা ‘সামলাতে’ আশীর্বাদ চাইলেন নন্দীগ্রামের বিধায়ক
সম্প্রতি ত্রিপল চুরি নিয়ে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়। এই প্রথমবার তা নিয়ে মুখ খুললেন অধিকারী-পুত্র।
নয়া দিল্লি: একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ভোটে হারিয়ে বিধায়ক হয়েছেন। অন্যদিকে ভোটের মুখে বিজেপিতে যোগ দিয়েই বিধানসভায় বিরোধী দলনেতা। ‘জোড়া সাফল্য’র অধিকারী এখন শুভেন্দু। দলে গুরুত্ব বেড়েছে তাঁর। সেই গুরুত্ব কতখানি তা বুঝিয়ে দিল শুভেন্দুর একক দিল্লি সফর। মঙ্গলবার সকালে অমিত শাহের বাসভবনে বৈঠকও করেন তিনি। সেখান থেকে বেরিয়ে শুভেন্দু জানান, রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা হয়েছে।
এদিন শুভেন্দু অধিকারী বলেন, “ভারতীয় জনতা পার্টির পরিষদীয় নেতা ও বিধানসভার বিরোধী দলনেতা হওয়ার পর এটা আমার দিল্লিতে প্রথমবার আসা। কোভিড তো আছেই। সঙ্গে আমার এলাকা-সহ উপকূলবর্তী এলাকায় সাইক্লোনের পর মানুষের কাছে থাকার জন্য দিল্লিতে আসতে পারিনি। বৈঠকের ভিতরের কথা তো সকলের সামনে বলার নয়। তবে, কী ভাবে বিরোধী দলনেতা হিসাবে কাজ করব, তার মার্গ দর্শন ওনারা দিলেন।”
ভোট পরবর্তী হিংসা নিয়েও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা হয় বলে জানান শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক বলেন, “ওনারা সব খবরই জানেন। তাঁরা সবটাই নজরে রেখেছেন।” বিকেল ৫টায় জেপি নাড্ডার সঙ্গেও বৈঠক হবে। সেখানেও বেশ কিছু কথা জানানোর আছে, বলেন শুভেন্দু। কেন্দ্রীয় নেতাদের দেখানো পথেই তিনি চলবেন, দিল্লিতে দাঁড়িয়ে সে কথাও ঘোষণা করেন।
Met the Honourable Union Home Minister @AmitShah Ji . Discussed on several matters and seeked blessings for Bengal . Honourable HM assured, he was and he will be there for Bengal always . pic.twitter.com/K7fzCjjNCu
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) June 8, 2021
এরপরই শুভেন্দু অধিকারী একটি টুইট করেন। সেখানে লেখেন, “অমিত শাহের সঙ্গে নানা বিষয়ে কথা হল। বাংলার জন্য আশীর্বাদ চাইলাম। উনি কথা দিয়েছেন, সবসময় বাংলার পাশে থাকবেন।” দিল্লিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, “বাংলার হিংসা বেশিদিন চলবে না। যাঁরা করছেন তাঁদের সামনে বিপদ আছে। বুঝে রাখতে হবে, পশ্চিমবঙ্গ একটি প্রদেশ। ভারতবর্ষ দেশ। সংবিধান মানতেই হবে। রাজ্যে কেউ যদি ভাবে আমরা স্বাধীন দেশের রাজা বা রানি তা চলবে না। কেন্দ্রে একটা শক্তিশালী সরকার আছে।” একইসঙ্গে শুভেন্দু বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে দিল্লি ও বাংলার মুখ্যমন্ত্রীর কাণ্ড সকলে দেখেছে। মোদীদীর হস্তক্ষেপে সে সমস্যা মিটেছে। সব সমস্যাই মিটবে।
আরও পড়ুন: কেন্দ্রীয় নেতাদের মার্গ দর্শনেই এগোবে শুভেন্দুর রাজনীতি, দিলীপ-জয়প্রকাশদের নয়া বার্তা নয় তো?
সম্প্রতি ত্রিপল চুরি নিয়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের হয়। এই প্রথমবার তা নিয়ে মুখ খুললেন অধিকারী-পুত্র। জানালেন, তাঁদের এমন খারাপ দিন আসেনি, যেখানে ত্রিপল চুরি করতে হবে।