কলকাতা: স্বাস্থ্যক্ষেত্রে সরকারি পরিকাঠামো ব্যবহার করে বেসরকারি মেডিক্যাল কলেজ তৈরির পথ প্রশস্ত করতে বিজ্ঞপ্তি জারি করেছে স্বাস্থ্য ভবন। সেখানে দুর্নীতির আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)। সোমবার টুইট করে নিজের আশঙ্কার কথা তিনি জানান। এ প্রসঙ্গে তুলে আনেন অতিমারির সরঞ্জাম ক্রয়ে (Pandemic purchase) দুর্নীতির প্রসঙ্গও।
টুইটে স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে প্রকাশিত বেসরকারি মেডিক্যাল কলেজ সংক্রান্ত বিজ্ঞপ্তিটি তুলে ধরেন রাজ্যপাল (Governor)। সঙ্গে লেখেন অতিমারির আবহে সরঞ্জাম কেনাকাটায় দুর্নীতির প্রসঙ্গ। জগদীপ ধনখড় লেখেন, ‘অনেক কিছু ঘটে যাওয়ার মধ্যে আরও একটি ঘটনা। আশা করি, অতিমারির সরঞ্জাম কেনাকাটার পুনরাবৃত্তি হবে না। যেখানে স্বচ্ছতা এবং গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে’।
Just one of the many happenings that call for focus on governance @MamataOfficial.
Watch out for those who throw hat in the ring !
Hope there is no repeat of #PANDEMICPURCHASE where transparency and accountability were casualty and even the eye wash probe is guarded secret. pic.twitter.com/4704ei8cul
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 7, 2020
এর আগে নাইসেডে কোভ্যাক্সিনের পরীক্ষার আনুষ্ঠানিক উদ্বোধনে এই সরঞ্জাম কেনাকাটা নিয়েই প্রশ্ন তুলে রাজ্যপাল বলেছিলেন, ‘যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাঁরা কী করে তদন্ত কমিটির সদস্য হতে পারেন’। এদিনের টুইটে সেই বক্তব্যেরও প্রতিফলন ঘটেছে। সম্ভবত সে জন্যই টুইটে ‘আই ওয়াশ’ শব্দবন্ধ ব্যবহার করেছেন তিনি।
স্বাস্থ্য দফতরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজ্যে একাধিক বেসরকারি সংস্থা মেডিক্যাল কলেজ গড়তে আগ্রহী। কিন্তু মেডিক্যাল কলেজ গড়ার জন্য জমি বা ভবন থাকলেও ৩০০ শয্যার যে হাসপাতাল প্রয়োজন তা বেসরকারি সংস্থাগুলোর নেই। সেই জন্য সরকারি হাসপাতালের পরিকাঠামো কয়েক বছরের জন্য ভাড়া নিতে চায় সংস্থাগুলি। রাজ্য সরকার অনুমতি দিলে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের আওতায় মেডিক্যাল কলেজ নির্মাণের জন্য আবেদন করবে। বেসরকারি সংস্থাগুলির প্রস্তাবের কথা উল্লেখ করে যে সকল সংস্থা কলেজ গড়তে ইচ্ছুক তাঁদের কাছে ‘এক্সপ্রেশন অব ইন্টারেস্ট’ চেয়ে এদিনের বিজ্ঞপ্তি। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে আগ্রহী সংস্থাগুলিকে আবেদন করতে বলা হয়েছে। সোমবার থেকে স্বাস্থ্য দফতরের ওয়েবসাইটে মিলবে আবেদনপত্র।
আরও পড়ুন: সরকারি হাসপাতাল ‘ভাড়া’ নিয়ে রাজ্যে মেডিক্যাল কলেজ গড়বে বেসরকারি সংস্থা
রাজ্যপালের টুইটের মধ্যে স্বাস্থ্য দফতরের এই পদক্ষেপের বিরোধিতা করে বিবৃতি দিয়ে অল ইন্ডিয়া ডেমোক্র্যাটিক স্টুডেন্টস অরগানাইজেশন বা এআইডিএসও জানিয়েছে, স্বাস্থ্য ক্ষেত্রের বেসরকারিকরণের উদ্দেশে যে ন্যাশনাল মেডিক্যাল কমিশন তৈরি করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি তারই প্রমাণ।