কলকাতা : বৃষ্টি বিমুখ হতেই বাড়ল গরম। আজ কলকাতায় মরশুমের উষ্ণতম দিন। শনিবার আলিপুরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল কলকাতায় বৃষ্টি হতে পারে। তবে আপাতত সে গুড়ে বালি। মাঝে মধ্যে আকাশ সামান্য মেঘলা হয়েছে বটে, তবে বৃষ্টির দেখা মেলেনি। এমনকী আগামী ৪ দিনেও দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। কলকাতা ও শহরতলির এলাকায় এখনও সেভাবে কালবৈশাখীর দেখা নেই। প্রায় দুই মাস শহরে কোনও বৃষ্টি হয়নি। কবে একটু বৃষ্টি নামবে, তার অপেক্ষায় হাপিত্যেশ করে বসে রয়েছে কলকাতাবাসী।
আলিপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.১ ডিগ্রি সেলসিয়াস
দমদমে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতনে সর্বোচ্চ তাপমাত্রা ৪০.৪ ডিগ্রি সেলসিয়াস
আসানসোলে সর্বোচ্চ তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়া ও বিষ্ণুপুর সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস
একদিকে যখন উত্তরের জেলাগুলিতে লাগাতার বৃষ্টি হচ্ছে, তখন কলকাতার জন্য রয়েছে শুধুই চাঁদিফাটা রোদ্দুর, প্যাচপ্যাচে গরম আর অস্বস্তি। বাংলায় এখন বৃষ্টির এক অদ্ভুত খামখেয়ালিপনা। কিছুদিন আগেই কোচবিহারে শিলাবৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। মুর্শিদাবাদেও কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে। এদিকে আবার সোমবার থেকে দক্ষিণের তিন জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর বুধবার থেকে বীরভূমেও তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে। আগামী ৪ দিনে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই।
উল্লেখ্য, কিছুদিন আগেও পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। সেই সময় পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা প্রায় ৪০-এর ঘরে চলে গিয়েছিল। এবার ফের একবার তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে। কলকাতাতেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে গরমের অস্বস্তি এখন আরও বাড়বে শহরবাসীর জন্য।
আরও পড়ুন : West Bengal Weather Update: কালবৈশাখী দুরাশা, বইবে তাপপ্রবাহ…কোথায়, কোথায় জানিয়ে দিল হাওয়া অফিস