কলকাতা : জানুয়ারির শুরু থেকে থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে গোটা বাংলায় (West Bengal)। তাপমাত্রার পারা নেমেছে দুই বঙ্গেই। ঠান্ডার কামড়ে জবুথবু অবস্থা বঙ্গবাসীর। একইসঙ্গে কুয়াশার দাপট চলছে গোটা দক্ষিণবঙ্গে (South Bengal)। বাদ পড়েনি উত্তরবঙ্গও (North Bengal)। চলতি বছরের শুরু থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরবঙ্গের প্রায় সব জেলা। তবে বৃষ্টির দেখা মেলেনি। এদিকে মকর সংক্রান্তির আবহেই এবার বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দফতর (Weather Department)। হাওয়া অফিস সূত্রে খবর, বর্তমানে বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে। সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে কলকাতাতেও। আগামী সপ্তাহের শুরু থেকেই ঘন কালো মেঘের দেখা মিলতে পারে বাংলার আকাশে। সর্বাধিক বৃষ্টি হতে পারে বুধবার। তবে মেঘ থাকলে স্বাভাবিক নিয়মেই তাপমাত্রার বড় সড় পারাপতন দেখতে পাওয়া যাবে না।
আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগেরর উচ্চচাপ বলয়ের কারণেই ফের উষ্ণ হচ্ছে বাংলা। বাড়ছে গরমের দাপট। শনিবারই তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আগামী কয়েকদিন বাংলায় দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বেড়ে যাবে। আগামী ৫ দিন উচ্চচাপ বলয় বঙ্গোপসাগরে বিরাজ করবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। তবে রবিবার তাপমাত্রা আরও দু ডিগ্রি নামতে পারে। কিন্তু, স্বাভাবিকের নীচে নামবে না বলেই জানা যাচ্ছে। এদিকে গত একান্ন বছরে শনিবারই সবচেয়ে উষ্ণতম মকর সংক্রান্তি কাটাচ্ছে কলকাতা। তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০০০ সালে ১৮.৮ ছিল মকসংক্রান্তির সর্বনিম্ন তাপমাত্রা। ২০১৫ সালে ৪ জানুয়ারি ছিল ১৯. ৮ ডিগ্রি সেলসিয়াস।
বৃষ্টির পূর্বাভাসের সঙ্গে সঙ্গেই কুয়াশার দাপট অব্য়াহত থাকবে বাংলায়। কুয়াশায় ঢাকা থাকবে উত্তরবঙ্গ। একই চিত্র দেখা যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও। কুয়াশা ও উচ্চচাপ বলয়ের জোড়া ফলাতেই তাপমাত্রা খুব একটা কমতে পারবে না বলে মনে করা হচ্ছে। তবে শীত শীত ভাব বজায় থাকবে। কিন্তু, হাড় কাঁপানো ঠান্ডার দেখা এখনই মিলবে না। শনিবার ও রবিবার কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। আগামী সপ্তাহে বৃষ্টি হলে স্বাভাবিক নিয়মেই তাপমাত্রার বেশ খানিকটা পারাপতন দেখতে পাওয়া যেতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।