কলকাতা: আবাসানটা ভেঙে পড়তেই আর খোঁজ মিলছিল না প্রোমোটারের। হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। কিন্তু, খোঁজ মেলেনি। অবশেষে বাঘাযতীনে বহুতল বিপর্যয়ের ৩ দিনের মাথায় পাকড়াও প্রোমোটার। বকখালি থেকে ওই শুভাশিস রায় নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর থেকেই একাধিক জায়গায় লুকিয়ে থাকছিলেন শুভাশিস। আত্মগোপন করেছিলেন বকখালির এক হোটেলে। গোপন সূত্রে সেই খবর যায় পুলিশের কাছে। তারপরই ওই হোটেলে হানা দেয় ফ্রেজারগঞ্জ থানার একটি টিম। দুপুর ২টো নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। দুপুরেই কলকাতা পুলিশের একটি দল তাঁকে আনতে বকখালির উদ্দেশ্যে ছুটে যায়।
ইতিমধ্যেই বাঘাযতীনের অভিশপ্ত আবাসনটি ভেঙে ফেলার কাজ চলছে। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সাংবাদিক বৈঠকে প্রোমোটারের বিরুদ্ধে ক্ষোভও প্রকাশ করেন। ক্ষোভের সুরেই বলেছিলেন, “এটা একটা ইঞ্জিনিয়ারিং ফল্ট হয়েছে। পৌরসভাকে না জানিয়ে প্রোমোটার নিজে পাকামি করেছে।” ফিরহাদের দাবি, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে কাজ করা হচ্ছিল। তাঁর কথায়, “বাড়িটা একটুখানি বেঁকে ছিল। সেটাকে সোজা করতে গিয়েছিলেন। সেই করতে গিয়ে এত বড় বিপর্যয়।”