Singer KK Death: কীভাবে জীবন বাঁচাতে পারে CPR? কেকে’র মৃত্যুতে শিক্ষা নিয়ে পড়ুয়া-পুলিশদের প্রশিক্ষণ

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Jun 08, 2022 | 8:58 PM

Singer KK Death: কেকে'র মৃত্যু থেকে শিক্ষা নিয়ে অভিনব উদ্যোগ NRS-এ, পড়ুয়া-পুলিশদের দেওয়া হল বিশেষ CPR প্রশিক্ষণ

Singer KK Death: কীভাবে জীবন বাঁচাতে পারে CPR? কেকের মৃত্যুতে শিক্ষা নিয়ে পড়ুয়া-পুলিশদের প্রশিক্ষণ
ছবি - এনআরএসে বিশেষ প্রশিক্ষণ

Follow Us

কলকাতা: কেকে’র মৃত্যু (Singer KK Death) থেকে শিক্ষা নিয়ে অভিনব উদ্যোগ এনআরএসের। হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে কীভাবে অ্যাম্বুল্যান্স আসার আগেই সিপিআর(Cardiopulmonary resuscitation) দিয়ে বাঁচানো যেতে পারে তা হাতেকলমে দেখান এনআরএস কর্তৃপক্ষ। এদিন এনআরএসের অ্যানাটমি বিভাগের উদ্য়োগেই এই কর্মসূচির আয়োজন করা হয়। তবে অ্যানাটমি বিভাগের চিকিৎসকেরা ছাড়াও অধ্যক্ষ শৈবাল মুখোপাধ্য়ায় এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এনআরসের পড়ুয়া এবং কর্তব্যরত পুলিশ কর্মী সকলকেই আপদকালীন পরিস্থিতিতে কী ভাবে সিপিআর দেওয়া হয় তা শেখানো হয়। 

প্রসঙ্গত, নজরুল মঞ্চে অনুষ্ঠানে শেষে অসুস্থ হয়ে পড়েছিলেন বিখ্যাত বলিউডি গায়ক কেকে। হাসপাতালে আনতেই তাঁকে মৃত বলে ঘোষণা করেছিলেন চিকিৎসকেরা। কিন্তু, কেকে’র মৃত্যু কী ঠেকানো কোনওভাবেই সম্ভবপর ছিল না? এ প্রসঙ্গে এনআরএসের অ্যানাটমি বিভাগের চিকিৎসক অভিজিৎ ভক্তের মত, বাউন্সার দিয়ে ঘিরে না থেকে কেকে’র আশপাশে সিপিআর জানা লোক থাকলে কেকে এ ভাবে চলে যেতেন না। সিপিআর প্রশিক্ষিত লোকেরা যদিও সেখানে থাকতেন তাহলে হয়তো প্রাণে বেঁচে যেতেন কেকে। আর সে কারণেই এবিষয়ে সচেতনতা বাড়াতে এদিন এনআরসে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এরপর থেকে জন সমাবেশে‌ বা জনবহুল স্থানে সিপিআর প্রশিক্ষিত লোক যাতে থাকে সে বিষয়ে অ্যানাটমিলজিক্যাল সোসাইটির তরফে সরকারের কাছে আবেদন জানানো হবে বলেও জানিয়েছেন চিকিৎসক অভিজিৎ ভক্ত। কেকে’র মৃত্যুতে শোকের ছায়া নেমেছে গোটা দেশেই। তাঁর মৃত্যুতে প্রশ্ন উঠেছে কলকাতার প্রশাসনিক অব্যবস্থা নিয়েও। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এনআরএসের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে নাগরিক মহলের একটা বড় অংশ। 

Next Article