Sougata Roy: গ্যারাজে তিনখানা গাড়ি, কয়েক কোটি টাকার মালিক প্রাক্তন প্রফেসর সৌগত রায়
Sougata Roy: সোনা বা মূল্যবান গয়নার কোনও উল্লেখ নেই তাঁর সম্পত্তিতে। সব মিলিয়ে সৌগতর মোট অস্থাবর সম্পত্তির মূল্য ৩ কোটি ৭৭ লক্ষ ৯৩ হাজার ২৪৩ টাকা।
কলকাতা: সৌগত রায়ের পরিচয় নতুন করে দেওয়ার কিছু নেই। সাংসদ পদে হ্যাটট্রিক করে ফেলেছেন ইতিমধ্যেই। কেন্দ্রীয় মন্ত্রকের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও আছে তাঁর ঝুলিতে। প্রেসিডেন্সি কলেজের ছাত্র ছিলেন পোড় খাওয়া এই রাজনীতিক। এমএসসি পাশ করার পর আইন নিয়ে পড়াশোনাও করেন তিনি। গত বছর প্রয়াত হন তাঁর স্ত্রী ডলি রায়। কলকাতার চা-প্রেমীদের মধ্যে অন্যতম জনপ্রিয় ছিল তাঁর চায়ের দোকান ‘ডলি’স টি’। আশুতোষ কলেজের প্রাক্তন অধ্যাপক, বছর ৭৬-এর সৌগত রায় রাজ্য রাজনীতির অন্যতম বড় মুখ। কত সম্পত্তি আছে তাঁর?
হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবর্ষে সৌগত রায় আয় করেছেন ৩৪ লক্ষ ১৬ হাজার ৮৭৩ টাকা। ২০২১-২২ অর্থবর্ষে ৩৭ লক্ষ ২১ হাজার ৩৮৫ টাকা আয় করেছেন। ২০২০-২১ অর্থবর্ষে তাঁর আয় ছিল ২৬ লক্ষ ৯১ হাজার ২৩৩ টাকা। প্রয়াত স্ত্রী ডলি রায়ের আয়ের হিসেবও দিয়েছেন তিনি। ২০২২-২৩ অর্থবর্ষে ডলি রায়ের আয় ছিল ৬ লক্ষ ৬৬ হাজার ১০৬ টাকা, ২০২১-২২ অর্থবর্ষে আয় ছিল ৬ লক্ষ ৫৬ হাজার ৪১৯ টাকা ও ২০২০-২১ অর্থবর্ষে আয় ছিল ৬ লক্ষ ৫ হাজার ১০ টাকা। সৌগত রায়ের হাতে রয়েছে নগদ ২০,০০০ টাকা।
একাধিক ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট রয়েছে সৌগত রায়ের। মিউচুয়াল ফান্ডে বিনিয়োগও করেছেন তিনি। সৌগতর গ্যারাজে আছে তিনখানা গাড়ি। একটি মারুতি সুইফট ডিজায়ার, যা কেনা হয়েছিল ৪ লক্ষ ৭০ হাজার টাকায়। দ্বিতীয়টি হল মাহিন্দ্রা বোলেরো নিও, যেটির দাম ছিল ১২ লক্ষ টাকা। তৃতীয়টি হল একটি সেকেন্ড হ্যান্ড মারুতি জিপসি, যা ২০১৪ সালে ৯৬ হাজার টাকায় কিনেছিলেন সৌগত। এছাড়া তাঁর স্ত্রীর নামে রয়েছে একটি মারুতি সুইফট ডিজায়ার। ২০১৬ সালে গাড়িটি ৫ লক্ষ ৪ হাজার টাকা দামে কেনা হয়েছিল। সোনা বা মূল্যবান গয়নার কোনও উল্লেখ নেই তাঁর সম্পত্তিতে। সব মিলিয়ে সৌগতর মোট অস্থাবর সম্পত্তির মূল্য ৩ কোটি ৭৭ লক্ষ ৯৩ হাজার ২৪৩ টাকা।
কোনও জমি তাঁর নামে নেই বলেই হলফনামায় জানিয়েছেন সৌগত। শুধুমাত্র লেক গার্ডেন্সে রয়েছে একটি বাড়ি, যার বর্তমান দাম ১৫ লক্ষ টাকা। আয়ের উৎস হিসেবে সৌগত রায় উল্লেখ করেছেন সাংসদ পদের ভাতা ও অধ্যাপক পদের পেনশনের কথা।