Srijan Bhattacharya: কসবার পাশাপাশি শান্তিনিকেতনেও বাড়ি আছে ‘কোটিপতি’ সৃজনের

Srijan Bhattacharya: সৃজন ও তাঁর স্ত্রীর কোনও গাড়ি নেই। সৃজনের কাছে কোনও সোনা না থাকলেও, তাঁর স্ত্রীর কাছে আছে ৩০ গ্রাম সোনা, যার মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা। সব মিলিয়ে সৃজনের মোট অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৭১ হাজার ৮০ টাকা।

Srijan Bhattacharya: কসবার পাশাপাশি শান্তিনিকেতনেও বাড়ি আছে 'কোটিপতি' সৃজনের
সৃজন ভট্টাচার্যImage Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Updated on: May 24, 2024 | 12:01 AM

কলকাতা: ছাত্র রাজনীতি থেকে উঠে আসা সৃজন ভট্টাচার্য এখন বামেদের অন্য়তম মুখ। তরুণ নেতার কাঁধে ভর করে যাদবপুরের মাটি ফিরে পেতে চায় সিপিএম। ২০০৭ সালে এসএফআই দিয়ে রাজনীতির শুরু। রাজনীতি আর ছেড়ে যায়নি ইতিহাসের ছাত্রকে। তবে শুধুই গলায় স্লোগান নয়, তাঁর কলমে ঝরে কবিতা, অনায়াসে লিখে ফেলেন গান। নির্বাচনী হলফনামায় সৃজন জানিয়েছেন, তাঁর সম্পত্তির পরিমাণ কোটি টাকার বেশি।

নির্বাচনী হলফনামায় সৃজন ভট্টাচার্য তাঁর আয়ের কথা উল্লেখ করেননি। শুধু সৃজন নন, তাঁর স্ত্রী তৌশালি রায়নার কোনও আয়ের কথাও নেই হলফনামায়। সৃজনের হাতে রয়েছে নগদ ২৫০০ টাকা। তাঁর স্ত্রীর হাতে আছে ৬০০০ টাকা।

সৃজনের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৮ লক্ষ ৫ হাজার টাকা, দ্বিতীয় অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৩৬ হাজার ৫৬৯ টাকা, তৃতীয় অ্যাকাউন্টে রয়েছে ১ লক্ষ ৩১ হাজার ৫৪৬ টাকা। স্ত্রী তৌশালির নামে আছে দুটি অ্যাকাউন্ট। মিউচুয়াল ফান্ড সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ করেছেন বাম নেতা। জীবন বিমা নিগমেও বিনিয়োগ করেছেন তিনি।

সৃজন ও তাঁর স্ত্রীর কোনও গাড়ি নেই। সৃজনের কাছে কোনও সোনা না থাকলেও, তাঁর স্ত্রীর কাছে আছে ৩০ গ্রাম সোনা, যার মূল্য ২ লক্ষ ২৫ হাজার টাকা। সব মিলিয়ে সৃজনের মোট অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি ৭১ হাজার ৮০ টাকা। তাঁর স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য ৪ লক্ষ ১৭ হাজার ৮৮৬ টাকা।

হলফনামায় জানানো হয়েছে, সৃজনের নামে নেই কোনও জমি। তবে তাঁর নামে থাকা দুটি বাড়ির কথা উল্লেখ করা হয়েছে। প্রথমটি হল কসবার ফ্ল্যাট আর দ্বিতীয়টি হল শান্তিনিকেতনের একটি বাড়ি। প্রার্থী জানিয়েছেন, তাঁর ফ্ল্যাটের দাম ১৫ লক্ষ টাকা আর তাঁর বাড়িটির দাম আনুমানিক ২৬ লক্ষ টাকা। সব মিলিয়ে মোট স্থাবর সম্পত্তির মূল্য ৪১ লক্ষ টাকা।

সৃজন হলফনামায় জানিয়েছেন, সমাজকর্মী হিসেবে কাজ করেন তিনি। তাঁর আয় বলতে, দলের দেওয়া ভাতা। তাঁর স্ত্রী চাকরিজীবী। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ২০১৭ সালে ইতিহাসে এমএ পাশ করেন তিনি।