AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Toto Registration: কীভাবে হবে টোটোর রেজিস্ট্রেশন? লাগবে কোন কোন নথি?

Toto Registration Process: পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আগেই জানিয়েছেন এখনও পর্যন্ত গোটা রাজ্যে চলা টোটোর মোট পরিসংখ্যান সরকারের কাছে নেই। ফলে কোনও দুর্ঘটনার কবলে পড়লে বা অপরাধমূলক কাজকর্মে টোটো ব্যবহৃত হলে, সেগুলিকে চিহ্নিত করা রীতিমতো কঠিন হয়ে পড়ত।

Toto Registration: কীভাবে হবে টোটোর রেজিস্ট্রেশন? লাগবে কোন কোন নথি?
জেনে নিন পুরো পদ্ধতিImage Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Oct 26, 2025 | 3:39 PM
Share

কলকাতা: রেজিস্ট্রেশন করতেই হবে। না করলেই বাতিল। ডেডলাইন ৩০ নভেম্বর। রাজ্যের সমস্ত টোটোকে আইনি কাঠামোর আওতায় আনতেই এই উদ্যোগ বলে জানাচ্ছে সরকার। ৩০ নভেম্বরের মধ্যেই সেড়ে ফেলতে হবে যাবতীয় কাজ। থেকে প্রতিটি টোটোর একটি নির্দিষ্ট নম্বর থাকবে, যা ছাড়া রাস্তায় গাড়ি নামানো যাবে না। সেই টেম্পোরারি টোটো এনরোলমেন্ট নম্বর পেতে কী করতে হবে, কোথায় যেতে হবে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। সরকার বিজ্ঞপ্তি দিলেও ধোঁয়াশা কাটছে না টোটো চালকদের।  পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী আগেই জানিয়েছেন এখনও পর্যন্ত গোটা রাজ্যে চলা টোটোর মোট পরিসংখ্যান সরকারের কাছে নেই। ফলে কোনও দুর্ঘটনার কবলে পড়লে বা অপরাধমূলক কাজকর্মে টোটো ব্যবহৃত হলে, সেগুলিকে চিহ্নিত করা রীতিমতো কঠিন হয়ে...

সম্পূর্ণ খবরটি পড়তে TV9 অ্যাপ ডাউনলোড করুন।

আরও এক্সক্লুসিভ খবরের জন্য TV9 অ্যাপে নজর রাখুন