HS New Syllabus: ৮০-১০০ ঘণ্টার পড়াশোনা, থাকছে শ্রীজাতর কবিতা, ২৪ পেলেই পাস! দেখে নিন HS এর নতুন সিলেবাস

সুমন মহাপাত্র | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Mar 14, 2024 | 5:26 PM

HS New Syllabus: ৭০ নম্বর লিখিত, ৩০ নম্বর প্র্যাকটিক্যাল থাকবে। প্রত্যেক সেমেস্টারের জন্য বরাদ্দ ৩৫ নম্বর। দুটো সেমেস্টারে মিলিয়ে ৭০। প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই, সেটা হবে লিখিত পরীক্ষার শেষে। প্র্যাকটিক্যাল না থাকলে ৮০ নম্বর লিখিত পরীক্ষা হবে।

HS New Syllabus: ৮০-১০০ ঘণ্টার পড়াশোনা, থাকছে শ্রীজাতর কবিতা, ২৪ পেলেই পাস! দেখে নিন HS এর নতুন সিলেবাস
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি সাংবাদিক বৈঠক করে সিলেবাস ঘোষণা করলেন
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: ১০ বছর পর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এল নতুন সিলেবাস।  সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে নতুন সিলেবাস। কী কী পরিবর্তন থাকছে, তা ঘোষণা করলেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। কী কী থাকছে নতুন সিলেবাসে, দেখে নিন…

KEY HIGHLIGHTS

  1. মোট ৬২ টি বিষয়। তার মধ্যে ৪৯ টার সিলেবাস পরিবর্তন হচ্ছে। ১৩ টি ভোকেশনাল সাবজেক্টের সিলেবাস পরিবর্তন হয়নি। ১১ বছর আগে শেষ সিলেবাস সংশোধন হয়েছিল। বৃহস্পতিবারই ওয়েবসাইটে সিলেবাস আপলোড হয়ে যাবে। প্রজেক্ট, ইন্টারশিপ সংযুক্ত হচ্ছে নতুন সিলেবাসে।
  2. প্রত্যেক বছর প্রতিটি বিষয়ের পড়াশোনার জন্য স্কুলে ২০০ ঘণ্টা নির্ধারিত। প্রথম সেমিস্টারের জন্য ১০০ ঘণ্টা পড়াশোনা।  দ্বিতীয় সেমিস্টারের জন্য ৮০ ঘণ্টা। আর ২০ ঘণ্টা ‘রেমিডিয়াল ক্লাসে’ অথবা হোম ‘অ্যাসাইমেন্টের’ জন্য। এর মধ্যেই থাকবে প্রজেক্ট ও ইন্টার্নসিপও।
  3. নতুন শিক্ষানীতিতে সেমিস্টার সিস্টেম হচ্ছে। একাদশ দ্বাদশে সেমিস্টার সিস্টেম ইমপ্লিমেন্ট হচ্ছে। ২০২৫-২৬ এ উচ্চ মাধ্যমিক সেমেস্টার পদ্ধতিতে। প্রত্যেক স্কুলকে নোটিফিকেশনের মাধ্যমে সামার ক্যাম্প করার নির্দেশ। তাতেও সময় নির্ধারিত করে দেওয়া থাকবে।
  4. একাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে প্রথম ও দ্বিতীয় সেমিস্টার হিসাবে। আর দ্বাদশ শ্রেণিতে যে দুটি পরীক্ষা হবে, তা গণ্য হবে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার হিসাবে।  ৭০ নম্বর লিখিত, ৩০ নম্বর প্র্যাকটিক্যাল থাকবে। প্রত্যেক সেমেস্টারের জন্য বরাদ্দ ৩৫ নম্বর। দুটো সেমেস্টারে মিলিয়ে ৭০। প্র্যাকটিক্যাল পরীক্ষা একবারই, সেটা হবে লিখিত পরীক্ষার শেষে। প্র্যাকটিক্যাল না থাকলে ৮০ নম্বর লিখিত পরীক্ষা হবে। ২০ নম্বর প্র্যাকটিক্যাল। ৭০-এ পরীক্ষা হলে ২১ পেলে পাশ বলে বিবেচিত হবে। ৮০ নম্বরের মধ্যে ২৪ পেলে পাশ বলে গণ্য করা হবে।
  5. একাদশের পরীক্ষার দায়িত্ব স্কুলের। রুটিন করে দেবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার হবে OMR শিটে। ‘কমন’ অর্থাৎ একই অ্যাডমিট কার্ডে দ্বাদশ শ্রেণির থার্ড ও ফোর্থ সেমেস্টার হবে। ওড সেমিস্টার অর্থার প্রথম ও তৃতীয় সেমিস্টার (একাদশের প্রথম ও দ্বাদশের তৃতীয়) হবে নভেম্বর ও ‘ইভেন’ সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় ও চতুর্থ (একাদশের দ্বিতীয় ও দ্বাদশের চতুর্থ) সেমিস্টার হবে মার্চে।
  6. উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টারে শূন্য পেলেও পরের সেমেস্টারে বসা যাবে। বাংলাতে সবচেয়ে বেশি পরিবর্তন। গদ্য ও পদ্য পরিবর্তন হয়েছে। শ্রীজাতর কবিতা পড়ানো হচ্ছে। সঙ্গে থাকছে ৭১-এর মুক্তিযুদ্ধ। ভারতের বিদেশনীতি পরমাণুনীতি।
  7. গুজরাটি,  ফ্রেঞ্চ, পাঞ্জাবি- এই তিনটি বিষয় বাদ দেওয়া হচ্ছে। কারণ পড়ুয়ার সংখ্যা ১০-এর কম।
  8. প্রত্যেকটি সেমিস্টারের জন্য নির্ধারিত সময়,  ফার্স্ট সেমেস্টার – ১ঃ৩০ ঘণ্টা,দ্বিতীয় সেমেস্টার- ১ঃ৩০ ঘণ্টা, তৃতীয় সেমেস্টার – ১ঃ৩০ ঘণ্টা, চতুর্থ সেমেস্টার- ২ ঘণ্টা।
Next Article