AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

STF: বিমানবন্দরের কাছে ট্রাক বোঝাই বস্তা বস্তা ফেনসিডিল! মাদক মামলায় গ্রেফতার ৩

Phensedyl: উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফসিরাপের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। ধৃতদের তিন জনের নাম শাজাহান মণ্ডল, রফিকুল মণ্ডল ও পূর্ণ হালদার। ধৃতরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বাদুরিয়ার বাসিন্দা।

STF: বিমানবন্দরের কাছে ট্রাক বোঝাই বস্তা বস্তা ফেনসিডিল! মাদক মামলায় গ্রেফতার ৩
ফেনসিডিল উদ্ধারImage Credit: নিজস্ব চিত্র
| Edited By: | Updated on: Aug 10, 2023 | 3:08 PM
Share

কলকাতা: দমদম বিমানবন্দরের কাছে উদ্ধার প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফসিরাপ। সব মিলিয়ে ৯ হাজার বোতল ফেনসিডিল উদ্ধার হয়েছে বৃহস্পতিবার ভোরে। বিমানবন্দর থানা এলাকার অন্তর্গত স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা আজ হাতেনাতে পাকড়াও করেন পাচারকারীদের। একটি ট্রাকে করে ওই বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে যাওয়া হচ্ছিল। ওই নিষিদ্ধ কাফসিরাপগুলি ইতিমধ্যেই বাজেয়াপ্ত করেছে পুলিশ। পাচারকারী সন্দেহে গ্রেফতার করা হয়েছে তিন জনকে। তাদের বিরুদ্ধে মাদক মামলায় তদন্ত শুরু করে করেছে পুলিশ। উদ্ধার হওয়া নিষিদ্ধ কাফসিরাপের বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা। ধৃতদের তিন জনের নাম শাজাহান মণ্ডল, রফিকুল মণ্ডল ও পূর্ণ হালদার। ধৃতরা প্রত্যেকেই উত্তর ২৪ পরগনার বাদুরিয়ার বাসিন্দা।

জানা যাচ্ছে, নিষিদ্ধ ওই কাফসিরাপগুলি উত্তর প্রদেশ থেকে নিয়ে আসা হচ্ছিল। বিমানবন্দর থানা এলাকায় যশোর রোড ধরে এগোনোর সময়েই স্পেশাল টাস্ক ফোর্সের অফিসাররা সেই ট্রাকটিকে থামান। সেই সময়েই ট্রাক থেকে বেরিয়ে আসে বস্তা বস্তা ফেনসিডিলের বোতল। উল্লেখ্য, এই ফেনসিডিল হল একটি নিষিদ্ধ কাফসিরাপ। এর মধ্যে কোডিন নামে একপ্রকার মাদক মিশ্রিত থাকে। প্রাথমিকভাবে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে, ওই ফেনসিডিলগুলি উত্তর প্রদেশ থেকে বাংলাদেশে পাচারের ছক ছিল। শুধুমাত্র একটি রুট দিয়ে নয়, একাধিক রুট দিতে ভারত-বাংলাদেশ সীমান্ত পার করার পরিকল্পনা ছিল বলে পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে। অভিযুক্ত তিন জনকে গ্রেফতার করে, তাঁদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।

উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এর আগেই বিভিন্ন সময়ে নিষিদ্ধ কাফসিরাপ উদ্ধার হয়েছে। কখনও সীমান্তবর্তী এলাকার পুলিশের হাতে কখনও আবার বিএসএফ-হাতে হাতে ধরা পড়েছে পাচারকারীরা। আর এবার বিমানবন্দরের অদূরেই উদ্ধার বস্তা বস্তা ফেনসিডিল।