Humayun Kabir: ‘গীতা হাতে বলছি, কোনও মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না’, ‘বড়’ কথা হুমায়ুনের

Koushik Ghosh | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 01, 2025 | 6:33 PM

Humayun Kabir: সোমবার ইদের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, "আমি রামকৃষ্ণ-স্বামী বিবেকানন্দের ধর্ম মানি। কিন্তু জেনে শুনে কোনও গন্দা ধর্ম যা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম মানি না।"

Humayun Kabir: গীতা হাতে বলছি, কোনও মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না, বড় কথা হুমায়ুনের
হুমায়ুন কবীর, বিধায়ক
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কলকাতা: রাজনীতির ময়দানে ফের শুরু বাকযুদ্ধ। আবারও হুমায়ুন-শুভেন্দুর ‘তু তু ম্যায় ম্যায়’। কটাক্ষ করতে গিয়ে এবার কট্টর মুসলিম হিসাবে নিজেকে পরিচয় দেওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে তুলে নিতে হল ভগবত গীতা। শুধু কী তাই? করলেন ভবিষ্যতবাণীও। কী বললেন? হুমায়ুনের বক্তব্য, শুভেন্দু অধিকারী কোনও দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারবেন না।

কিন্তু হঠাৎ গীতা হাতে নিলেন কেন হুমায়ুন?

ভরতপুরের তৃণমূল বিধায়কের দাবি, তাঁর কিছু জানার আছে গীতা পড়ে। যাতে তিনি ‘এই সব লোকেদের’ (শুভেন্দু অধিকারী তথা বিজেপি) কথার উত্তর দিতে পারেন। তিনি বলেন, “আমি কট্টর মুসলমান। তবুও আমি গীতা রেখেছি কারণ, আমার কিছু জানার আছে এই সব লোকেদের কথার উত্তর দিতে হবে সেই কারণে।”

কী নিয়ে ফের বাক-যুদ্ধ?

সোমবার ইদের অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, “আমি রামকৃষ্ণ-স্বামী বিবেকানন্দের ধর্ম মানি। কিন্তু জেনে শুনে কোনও গন্দা ধর্ম যা এই জুমলা পার্টি বানিয়েছে সেই ধর্ম মানি না।” এরপরই ময়দানে নামে বিজেপি। পাল্টা শুভেন্দু প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন ধর্মকে ‘গন্দা ধর্ম’ বলছেন? হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলছেন? এরপর শুভেন্দু বলেন, “যতক্ষণ না ওদের মালিক হিন্দু ধর্মকে গন্দা ধর্ম বলার জন্য ক্ষমা চাইছেন ততক্ষণ হিন্দু এলাকায় তৃণমূল নিষিদ্ধ হবে।”

এরপরই আসরে নামেন হুমায়ুন। তিনি বলেন, “উনি কি হিন্দুদের ঠিকে নিয়ে বসে আছেন? উনি যদি বলেন মুসলমানদের তাড়িয়ে দেব, চ্যাংদোলা করে ফেলে দেব, মুসলমান কি ভীরু কাপুরুষের জাত? মুসলমান সিংহের জাত।” এরপরই দেরাজ থেকে গীতা বের করেন তৃণমূল বিধায়ক। বলেন, “এটা আমায় একজন বিডিও দিয়েছেন। কঠিন ভাষা। অক্ষর পড়তে গিয়ে কষ্ট হয়। তবুও আমি এটা রেখেছি। কারণ আমার অভিজ্ঞতার দরকার আছে মনে করি।” তিনি এও বলেন, “আমি যেমন আমার ধর্মের প্রতি আস্থাশীল। তেমন অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল।” তারপরই বলেন, “ওঁর লক্ষ্য একটাই। উনি নাকি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হবেন। আমি এই ভগবত গীতা হাতে বলছি কোনও মতেই উনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর গদিতে বসতে পারবেন না।”

 

Next Article