Supreme court: CBI-কে নোটিস দিল সুপ্রিম কোর্ট, কেন?

Shrabanti Saha | Edited By: অবন্তিকা প্রামাণিক

Apr 01, 2025 | 5:05 PM

Supreme court: কলকাতা হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান পার্থ চট্টোপাধ্যায়। জামিন চেয়ে সেখানে মামলা করেন শান্তিপ্রসাদও। তাঁর আইনজীবীর সওয়াল,নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ফাইল হয়ে গিয়েছে।

Supreme court: CBI-কে নোটিস দিল সুপ্রিম কোর্ট, কেন?
সুপ্রিম কোর্ট
Image Credit source: Getty Image

Follow Us

কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত শান্তিপ্রসাদ সিনহার জামিনের মামলায় নোটিস জারি করল সুপ্রিম কোর্ট। সিবিআই(CBI)-কে নোটিস দিল শীর্ষ আদালত। বিচারপতি এসভিএন ভাটি এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ জানিয়েছে,জামিনের বিরোধিতা করে বক্তব্য জানাবে সিবিআই। আগামী ছ’সপ্তাহ পর ফের এই মামলার শুনানি।

এসএসসি(SSC)-র উপদেষ্টা কমিটির আহ্বায়ক শান্তিপ্রসাদ-সহ শিক্ষা দফতরের পাঁচ জন আধিকারিককে গ্রেফতার করে সিবিআই। ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। জামিন চেয়ে তাঁরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। তাঁদের জামিন মঞ্জুর করা নিয়ে হাইকোর্টের দুই বিচারপতির মধ্যে মতপার্থক্য তৈরি হয়। মামলা যায় কোর্টের তৃতীয় বেঞ্চে। তৃতীয় বেঞ্চের বিচারপতি তপোব্রত চক্রবর্তী তাঁদের সকলের জামিনের আবেদন খারিজ করে দেন।

কলকাতা হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান পার্থ চট্টোপাধ্যায়। জামিন চেয়ে সেখানে মামলা করেন শান্তিপ্রসাদও। তাঁর আইনজীবীর সওয়াল,নিয়োগ দুর্নীতি মামলায় চার্জশিট ফাইল হয়ে গিয়েছে। এই অবস্থায় তাঁর মক্কেলকে জামিন দেওয়া হোক। শীর্ষ আদালতের দুই বিচারপতি সিবিআইয়ের বক্তব্য জানতে চেয়েছে।

Next Article