AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Case: ‘আরজি করে ঘটনার দিন অভীককে ৪-৫ বার ফোন করেছিলাম’, কী জানতে চান এসপি দাস?

RG Kar Case: অভীক দে এসএসকেএম হাসপাতালের জুনিয়র ডাক্তার। তাঁর বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। গত ৯ অগস্ট আরজি করে উপস্থিত ছিলেন অভীক দে। আর ঘটনার দিন এই অভীক দেকে ফোন করেই করেই খোঁজখবর নিয়েছিলেন বলে জানালেন এসপি দাস।

RG Kar Case: 'আরজি করে ঘটনার দিন অভীককে ৪-৫ বার ফোন করেছিলাম', কী জানতে চান এসপি দাস?
এসপি দাস (বাঁদিকে), অভীক দে (ডানদিকে)
| Edited By: | Updated on: Sep 24, 2024 | 11:37 PM
Share

কলকাতা: আরজি করে ঘটনার দিন একাধিকবার ফোন করে খোঁজখবর নিয়েছেন। ফোন করেছিলেন জুনিয়র ডাক্তার অভীক দেকে। টিভি৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বললেন চিকিৎসক শ্যামাপ্রসাদ দাস। যিনি এসপি দাস নামেই অধিক পরিচিত। কেন ওইদিন অভীক দেকে একাধিকবার ফোন করেছিলেন, সেকথাও জানালেন মুখ্যমন্ত্রীর এই পারিবারিক চিকিৎসক। একইসঙ্গে জানিয়ে দিলেন, সিবিআই ডাকলে তিনি যেতে প্রস্তুত।

গত ৯ অগস্ট আরজি করের সেমিনার হল থেকে জুনিয়র ডাক্তার ‘তিলোত্তমা’-র দেহ উদ্ধার হয়। তিলোত্তমার নৃশংস পরিণতির প্রতিবাদে রাস্তায় নামেন সাধারণ মানুষ। টানা আন্দোলন করেন জুনিয়র ডাক্তাররা। ঘটনার তদন্তে নেমে জুনিয়র ডাক্তার অভীক দে ও চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

অভীক দে এসএসকেএম হাসপাতালের জুনিয়র ডাক্তার। তাঁর বিরুদ্ধে থ্রেট কালচারে যুক্ত থাকার অভিযোগ উঠেছে। গত ৯ অগস্ট আরজি করে উপস্থিত ছিলেন অভীক দে। আর ঘটনার দিন এই অভীক দেকে ফোন করেই করেই খোঁজখবর নিয়েছিলেন বলে জানালেন এসপি দাস।

টিভি৯ বাংলাকে তিনি বলেন, “ঘটনার দিন অভীক দেকে ফোন করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম, ঘটনাটি কী ঘটছে? এত বয়স হয়েছে, এরকম ঘটনা তো কোনওদিন শুনিনি। অবিশ্বাস্য একটা ঘটনা। স্বাভাবিকভাবে আমার একটা কৌতূহল ছিল। কে করল? কী করল? ওখানে কী গন্ডগোল হচ্ছে? ময়নাতদন্ত ঠিকমতো হচ্ছে কি না? ওখানে দেখাশোনা কে কে করছে? পুলিশ ঠিকমতো কাজ করছে কি না? সেই খবরগুলো অভীকের কাছ থেকে নিয়েছি। অভীক সেখানে ছিল।”

ওই দিন কতবার কথা হয় অভীকের সঙ্গে? চিকিৎসক এসপি দাস বলেন, “অভীক দের সঙ্গে চার-পাঁচবার কথা হয়েছে। দুপুরবেলা ২টোর দিকে হয়েছে। রাতে আবার ফোন করে জানতে চাই, কেউ ধরা পড়েছে কি না।” তবে তিনি বিরূপাক্ষকে চেনেন না বলে জানালেন। বললেন, “বিরূপাক্ষকে আমি চিনি না। কোনওদিনও দেখিনি।” অভীক, বিরূপাক্ষকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই? তাঁকে ডাকলে যাবেন? প্রশ্ন শুনে এসপি দাস বলেন, “সিবিআই ডাকলে যাব। আমার তো কোনও অসুবিধা নাই। আমরা তো চাই, আসামি ধরা পড়ুক।”