Tanmoy Bhattacharya: বুকে তিলোত্তমার ব্যাজ, হেনস্থার অভিযোগ নিয়ে তদন্ত কমিটির কাছে কী বললেন তন্ময়?
Tanmoy Bhattacharya: মহিলা সাংবাদিক হেনস্থার অভিযোগ তোলার পরই তন্ময়কে সাসপেন্ড করে সিপিএম। দলের তদন্ত কমিটি অভিযোগ খতিয়ে দেখবে বলে জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন আলিমুদ্দিনে সেই তদন্ত কমিটির মুখোমুখি হন তন্ময়। তদন্ত কমিটির তিন সদস্য অঞ্জু কর, সুমিত দে এবং শ্যামলী প্রধান তাঁকে ঘণ্টা দেড়েক জিজ্ঞাসাবাদ করেন।
কলকাতা: তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন এক মহিলা সাংবাদিক। সিপিএমের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি) সেই অভিযোগ খতিয়ে দেখছে। শনিবার অভ্যন্তরীণ অভিযোগ কমিটির প্রশ্নের জবাব দিতে আলিমুদ্দিনে আসেন প্রাক্তন বিধায়ক তন্ময় ভট্টাচার্য। বুকে ছিল তিলোত্তমার ব্যাজ। প্রায় দেড় ঘণ্টা তাঁকে নানা প্রশ্ন করেন তদন্ত কমিটির তিন সদস্য। জিজ্ঞাসাবাদের শেষে তন্ময় ভট্টাচার্য জানান, তাঁর কাছে যা জানতে চাওয়া হয়েছিল, তা তিনি জানিয়েছেন। তাঁর বিরুদ্ধে পরিকল্পিত কুৎসা করা হয়েছে বলে এদিনও দাবি করেন প্রাক্তন এই বিধায়ক।
অক্টোবরের শেষ দিকে এক মহিলা সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে সরব হন। তিনি বলেন, ইন্টারভিউ নেওয়ার জন্য প্রাক্তন বাম বিধায়কের বাড়ি গিয়েছিলেন তিনি। ইন্টারভিউ দেওয়ার আগে আচমকা এই বাম নেতা তাঁর কোলে বসে পড়েন। হেনস্থার অভিযোগ তুলে বরাহনগর থানায় তন্ময় ভট্টাচার্যর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি।
মহিলা সাংবাদিক হেনস্থার অভিযোগ তোলার পরই তন্ময়কে সাসপেন্ড করে সিপিএম। দলের তদন্ত কমিটি অভিযোগ খতিয়ে দেখবে বলে জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এদিন আলিমুদ্দিনে সেই তদন্ত কমিটির মুখোমুখি হন তন্ময়। তদন্ত কমিটির তিন সদস্য অঞ্জু কর, সুমিত দে এবং শ্যামলী প্রধান তাঁকে ঘণ্টা দেড়েক জিজ্ঞাসাবাদ করেন। সূত্রের খবর, ওইদিন কী কী হয়েছিল, তা তন্ময়ের থেকে জানতে চাওয়া হয়। কখন ইন্টারভিউ হয়েছিল? কতক্ষণ মহিলা সাংবাদিক ছিলেন? আগে কতবার ওই সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছেন? আগে কোনও দিন ওই মহিলা সাংবাদিক কিছু বলেছিলেন কি না, তা জানতে চান তদন্ত কমিটির তিন সদস্য।
তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের শেষে তন্ময় ভট্টাচার্য বলেন, “কমিটি যা জানতে চেয়েছিল, তা জানিয়েছি।” এরপরই মহিলা সাংবাদিকের অভিযোগ নিয়ে তিনি বলেন, “থানায় অভিযোগপত্রে অভিযোগকারিণী উল্লেখ করেছেন যে তাঁর ক্যামেরা রেডি ছিল। আমাকে নির্দিষ্ট জায়গায় বসতে বলা হয়েছিল। কিন্তু সেখানে না বসে কোলে বসেছিলাম।” ক্যামেরা রেডি থাকলে কেন সেইসময়ে ভিডিয়ো তোলা হল না, সেই প্রশ্ন তোলেন প্রাক্তন এই বিধায়ক। একইসঙ্গে তাঁর প্রশ্ন, ইন্টারভিউ কেন দেখানো হচ্ছে না? মূলত এই দুটি যুক্তি এদিন তদন্ত কমিটির সামনে নিজের স্বপক্ষে দেন বলেই খবর।
এদিন ফের তিনি বলেন, “এটা পরিকল্পিত কুৎসা। তবে কে পরিকল্পনা করেছেন, তা জানা গেলে বলা যাবে কী কারণে করা হয়েছিল।” দলের কাছে নিজের ‘বেদনা’-র কথা জানিয়েছেন কি না, জানতে চাওয়া হলে তিনি বলেন, “পার্টি কমিটিতে এখন কথা বলার সুযোগ নেই। যখন সাসপেনশন উঠবে, তখন পার্টি কমিটিতে আমার কথা বলব।”
এদিন তন্ময়ের কাছে থেকে বিষয়টি জানার পরে আবার নিজেদের মধ্যে বৈঠক করবেন তদন্ত কমিটির সদস্যরা। কমিটির সদস্য সুমিত দে বলেন, “আইসিসি দলের নিজস্ব ব্যবস্থা। আজকে তন্ময় ভট্টাচার্যর কাছ থেকে বেশ কিছু বিষয় জানতে চাওয়া হয়।” তাঁরা অভিযোগকারিণীর কথা শোনার চেষ্টা করবেন বলে জানান সুমিত দে।