Abhishek Banerjee: শেষ বাক্যে কী বলতে চাইলেন অভিষেক? টুইটের কি আরও গভীর কোনও অর্থ আছে?

সৌরভ গুহ | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Jun 12, 2024 | 6:10 PM

Abhishek Banerjee: বুধবার সকালে অভিষেক একটি লম্বা টুইট করেন। সেখানে তিনি ‘নবজোয়ার’ যাত্রার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথাও উল্লেখ করা হয়েছে টুইটে। 

Abhishek Banerjee: শেষ বাক্যে কী বলতে চাইলেন অভিষেক? টুইটের কি আরও গভীর কোনও অর্থ আছে?
অভিষেক বন্দ্যোপাধ্যায়
Image Credit source: Facebook

Follow Us

কলকাতা: বিরতি নেওয়ার কথা বলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে সেই বার্তা দিয়েছেন তিনি। কেন বিরতি, তা নিয়ে যখন জল্পনা বাড়ছে, তখন প্রশ্ন উঠেছে অভিষেকের সেই টুইটের শেষ বাক্য নিয়েও। সরকারের একাংশের কাজ ঘিরেই কি কটাক্ষ করলেন তিনি? শেষ লাইনে তিনি লিখেছেন, ‘আমি আশা করি, রাজ্য সরকার দ্রুততার সঙ্গে কাজ করবে এবং মানুষের সব সমস্যার সমাধান করবে। মানুষের ন্যায়বিচার নিশ্চিত করবে।’ এই অংশ নিয়েই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

দলের একাংশের দাবি প্রশাসনের একাংশের কাজে খুশি নন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটের এই অংশটি খুব তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ওই টুইটেই অভিষেক বলেছেন, কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বে আবাস প্রকল্প বহু মানুষের কাছে পৌঁছচ্ছে না। দলের একাংশের দাবি, এই টুইটের কিছু গভীর অর্থ আছে। প্রশাসনের একাংশের কাজের গতি না থাকায় বহু কাজ থমকে। প্রশাসনের কাজ নিয়ে কি ক্ষোভ রয়েছে অভিষেকের?

এই প্রসঙ্গে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “উনি দলের সম্পদ। উনি যা লিখতে চেয়েছেন, তা তাঁর লেখার মধ্যে দিয়েই স্পষ্ট। উনি সরকারের ভাল চান। উনি সরকারের শুভানুধ্যায়ী, তাই সরকারের ভাল চেয়ে কোনও কথা উনি বলতেই পারেন।”

বুধবার সকালে অভিষেক একটি লম্বা টুইট করেন। সেখানে তিনি ‘নবজোয়ার’ যাত্রার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি থেকে শুরু করে আবাস যোজনার কথাও উল্লেখ করা হয়েছে টুইটে। সব শেষে বিরতি নেওয়ার কথা জানিয়েছেন অভিষেক। তিনি লিখেছেন, ‘চিকিৎসার জন্য আমি দল থেকে কয়েকদিনের বিরতি নিচ্ছি।’

এই টুইট প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলেছেন, রাহুল গান্ধীকে অনুসরণ করেই কি বিরতি নিতে চাইছেন অভিষেক? তিনি বলেন, “বয়স কম, উচ্চাশা আছে। এরকম একজন নেতা কেন বিরতি নিতে চাইবেন?”

Next Article