IHMR : রাজ্যের মন্দা স্বাস্থ্য ব্যবস্থায় নতুন চাকরির দিশা দেখাচ্ছে IHMR বেঙ্গালুরু

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Apr 18, 2022 | 5:48 PM

সম্প্রতি ইনস্টিটিউট অফ হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ (IHMR)-বেঙ্গালুরু, হাসপাতাল এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় একটি দুই বছরের পূর্ণ-সময়ের স্নাতকোত্তর প্রোগ্রাম শুরু করেছে। যা নিয়েই সাংবাদিক বৈঠক করলেন প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

IHMR : রাজ্যের মন্দা স্বাস্থ্য ব্যবস্থায় নতুন চাকরির দিশা দেখাচ্ছে IHMR বেঙ্গালুরু

Follow Us

কলকাতা : করোনা সঙ্কটের (Coronavirus Crisis) মন্দা দশা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে দেশ। কিন্তু গত বছরের বেশি সময় ধরে চলা মহামারি (Corona Pandemic) চলাকালীন সবথেকে বেশি চাপ পড়ে দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর। সঙ্কটকালীন পরিস্থিতে ব্যাপক ঘাটতি দেখা যায় স্বাস্থ্য কর্মীদের। বর্তমানে দেশব্যাপী স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য ভারতে কমপক্ষে দেড় লক্ষ নার্স এবং ৫০ হাজার ডাক্তারের প্রয়োজন রয়েছে। এমনটাই জানাচ্ছে ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ (IHMR)-বেঙ্গালুরু। এমনকী স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে পেশাদারদের অভাবে ধুঁকছে গোটা ক্ষেত্র। এই অবস্থার দ্রুত পরিবর্তন না করলে অদূর ভবিষ্যতে তার খেসারত দিতে হবে গোটা দেশকেই। এমনটাই মত আইএইচএমআরের বিশেষজ্ঞদের।

গোটা দেশের পাশাপাশি বাংলার স্বাস্থ্য সঙ্কটের কারণেও বেড়েছে উদ্বেগ। আইএইচএমআর-এর দাবি, বর্তমানে পশ্চিমবঙ্গের হাসপাতালে চিকিৎসক প্রতি বেডের সংখ্যা ১০৪১ এবং  রোগী ১১৭০ জন রয়েছে। বিশেষজ্ঞদের মতে এই সঙ্কট মোকাবিলায় দ্রুত স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় পেশাদারদের একটি বাহিনী গড়ে তোলা প্রয়োজন রয়েছে। পাশাপাশি স্বাস্থ্য দফতরের অধীনে থাকা প্রতিটা বিভাগে যত সম্ভব দ্রুততার সঙ্গে কর্মী নিয়োগের প্রয়োজন রয়েছে। আর সেই কারণে প্রয়োজন হয়ে পড়ছে নানা পেশাদার কোর্সের।

সম্প্রতি ইনস্টিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট রিসার্চ (IHMR)-বেঙ্গালুরু, হাসপাতাল এবং স্বাস্থ্য ব্যবস্থাপনায় একটি দুই বছরের পূর্ণ-সময়ের স্নাতকোত্তর প্রোগ্রাম শুরু করেছে। হসপিটাল ম্যানেজমেন্ট, স্বাস্থ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যে তথ্য-প্রযুক্তি ব্যবস্থাপনা এবং ফার্মাসিউটিক্যাল এই চারটি বিষয়ে স্নাতকোত্তর প্রোগ্রামও করানো হচ্ছে। এই প্রতিষ্ঠানের স্নাতকোত্তর কোর্সটি অল-ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন (AICTE) , এনবিএ (ন্যাশনাল বোর্ড অব অ্যাক্রিডিটেশন) দ্বারা অনুমোদিত। একইসঙ্গে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস দ্বারা এমবিএ-র সমতুল্য ডিগ্রিও প্রদান করা হচ্ছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং তাদের অধীনস্থ প্রতিষ্ঠানগুলির সঙ্গে চুক্তিতেও রয়েছে IIHMR বেঙ্গালুরু। সম্প্রতি সাংবাদিক সম্মেলন করে নতুন শুরু হওয়া কোর্স গুলির বিষয়ে জানান প্রতিষ্ঠানের ফ্যাসিলিটি ডিরেক্টর প্রতীক জৈন, অ্যাসোসিয়েট  প্রফেসর ড. কীর্তি উদায়াই, অ্যাসোসিয়েট প্রফেসর  পিয়ূষ কুমার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মৃন্ময় রায় এবং অ্যাকাডেমিক অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজার সতীশ সিং। তাদের দাবি, এখান থেকে পড়াশোনা করলে ১০০ শতাংশ চাকরির সুযোগ রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধাও পাওয়া যাবে। সঙ্গে থাকছে একাধিক স্কলারশিপের সুযোগ।

আরও পড়ুন- সন্ত্রাসবাদীদের ‘বন্ধু’ কংগ্রেস, রাহুল-সনিয়াদের ‘অল-আউট’ আক্রমণে নাড্ডা

Next Article