অনশনে মেওয়া ফলে? গান্ধীজি, শর্মিলা থেকে মমতা, কী বলছে ইতিহাস!
Hunger Strike: আজ যখন অনশনকারীদের নিশানায় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার, তখন বারবার ঘুরেফিরে আসছে মমতার অনশনের কথা। আজ আন্দোলন নিয়ে রাজ্যে অনেক তর্ক-বিতর্ক হলেও মমতা একসময় পথে নেমে আন্দোলন কীভাবে করতে হয়, তা দেখিয়েছিলেন মমতাই। সিঙ্গুরে কৃষকদের জমিতে কারখানা তৈরির প্রতিবাদে সুর চড়িয়েছিলেন মমতা।

দাবি ছিনিয়ে আনতে যখন গলার জোরও কম হয়ে যায়, মাইলের পর মাইল হেঁটেও যখন কেউ কথা শোনে না, তখন ‘মৃত্যু’ই হয়ে ওঠে একমাত্র ‘হাতিয়ার’। মুখে খাবার না তুলে দিনের পর দিন বসে থাকা। আমরণ অনশন। নেহাতই রাজনৈতিক আন্দোলনের হাতিয়ার? নাকি দাবি হাসিল করে আনার এর থেকে শক্তিশালী উপায় আর নেই? ইতিহাস বলে, যীশুখ্রিস্টের জন্মের আগে অনশন আন্দোলন নাকি প্রথম শুরু হয়েছিল আয়ারল্যান্ডে। সে দেশের ভাষায় যাকে বলা হয় ‘সেলাশ’ (Cealachan)। বিচার পেতে অভিযুক্তের বাড়ির দরজায় খালি পেটে বসে থাকতেন সে দেশের মানুষ। আসলে ‘আতিথেয়তা’ এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে বাড়ির দরজায় এসে না খেয়ে বসে থাকাটাই ছিল সেই সময় বাড়ির মালিকের সবথেকে বড় অপমান।...
