নিউটাউন: মদ খাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে বচসা। সেই ঝামেলা গড়ায় হাতাহাতিতে। তারপরই ঘরে আগুন লাগিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠল পিতা-পুত্রের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নিউ টাউন গৌরাঙ্গ নগর সারদা পল্লীর ঘটনা।
এলাকাবাসীরা অভিযোগ, রাত্রিবেলা প্রায়শই এই বাবা ও ছেলে দু’জনে মাদক সেবন করতেন। এরপরই দু’জন দু’জনের সঙ্গে অশান্তি করতেন। দুজনই নিজেদের মধ্যে ঝামেলা করে কখনো প্রতিবেশীর উপর চড়াও হতেন, আবার নিজেরা নিজেদের মধ্যেই গণ্ডগোল করতেন। এলাকাবাসীর দাবি, পুলিশের কাছে অভিযোগ জানালেও পুলিশ কোনও পদক্ষেপ করেনি।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওরা নিজেদের মধ্যে অশান্তি করতেন। প্রতিদিন মদ খেয়ে এসে গণ্ডগোল করতেন। গতকাল রাত্রিবেলাও ঝামেলা করেছিলেন ওরা। এরপরই বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুজন।”