Udayan Guha: দাড়ি-গোঁফ উপড়ে ফেলার নিদান, উদয়নের মন্তব্যে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 27, 2022 | 3:01 PM

Udayan Guha: বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনায় ভাই-ফোঁটা নিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, 'এই বিষয়ে দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। তবে কুকথা না বললেই ভাল হত। রাজনীতি থেকে কুকথা বন্ধ করতে হবে।'

Udayan Guha: দাড়ি-গোঁফ উপড়ে ফেলার নিদান, উদয়নের মন্তব্যে নিন্দার ঝড় রাজনৈতিক মহলে
(নিজস্ব চিত্র)

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দাড়ি-গোঁফ উপড়ে ফেলার নিদান দিয়েছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। প্রকাশ্য জনসভায় উদয়নের হুমকিতে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। মন্ত্রীর এ হেন মন্তব্যে রীতিমত নিন্দার ঝড় রাজনৈতিক মহলে। বিরোধীদের পাশাপাশি উদয়নের মন্তব্যেরও বিরোধিতা করেছে তৃণমূলও।

বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনায় ভাই-ফোঁটা নিতে গিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘এই বিষয়ে দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। তবে কুকথা না বললেই ভাল হত। রাজনীতি থেকে কুকথা বন্ধ করতে হবে।’

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘যারা দুষ্কৃতী তারাই তৃণমূলের নেতা। তাদের কাছ থেকে ভাল আশা, ভাল ভাষা কি আশা করা যায়? বর্তমানে বিরোধীদের কী পরিণাম হচ্ছে দেখুন। বিরোধীদের বলছে মারব, কাটবো। ভয় দেখানোর এই রাজনীতি কতদিন চলবে? আজকে বিজয়া সম্মেলনীতে পুলিশ নিয়ে যেতে হচ্ছে। এদের মধ্যে নিজেদের মারামারি হচ্ছে নেতায়-নেতায় মারামারি কাটাকাটি হচ্ছে। পঞ্চায়েত থেকে কাউন্সিলর খুন হয়ে যাচ্ছে। আর এইসব কে করছে? পার্টির লোকেরা করছে। যেখানে ওদের কোনও অনুষ্ঠান হচ্ছে সেখানে আগে গিয়ে ঝগড়া গণ্ডগোল করছে। যাঁরা এধরনের লোক তারা যদি সমাজের নেতা হয় তাদের যদি সংবাদ মাধ্যমে দেখতে হয় তাহলে পরবর্তী সমাজ কীরকম তৈরি হবে?’

অপরদিকে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী। উনি জিভ টেনে ছিড়ে ফেলতে বলবেন। সৌগত রায় চামড়া দিয়ে জুতো বানাবেন। আর তা যদি হয় তাহলে উদয়ন গুহ দাড়ি-গোঁফ ছিঁড়ে ফেলবেন। এটা না করলে নেতা হল কী করে? তৃণমূল বা বিজেপি নীতিবোধ, মানুষের কথা ভেবে চলবে এইসব ভেবে লাভ আছে?’

গতকাল কী বলেছেন উদয়ন গুহ?

‘২০১৯ সালের লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিক জয়ী হয়ে আর এলাকার সাধারণ মানুষদের খোঁজ রাখেননি। তাই এবারের পঞ্চায়েত নির্বাচন থেকে তৈরি থাকতে হবে। পঞ্চায়েত নির্বাচনকে ভর করে আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচনে নিশীথ প্রামাণিকের দাড়ি-গোফ উপড়ে ফেলে  বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসকে জয়ী করার লক্ষ্য এখন থেকেই নিতে হবে।’

 

 

 

 

 

Next Article