কলকাতা: ফের মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত থেকে জল্পনা বাড়ালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee)। এই নিয়ে টানা তৃতীয় মন্ত্রিসভার বৈঠকে এলেন না ডোমজুরের বিধায়ক। পাশাপাশি আরও একাধিক মন্ত্রী এদিনের মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন। সেই তালিকায় নাম রয়েছে পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee), সুজিত বসু (Sujit Bose), অরূপ রায়ের। এ বাদে উত্তরবঙ্গ থেকে এসেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ। তবে পর্যটন মন্ত্রী গৌতম দেব আসেননি।
গত কয়েক মাস যাবত মুখ্যমন্ত্রীর মন্ত্রিসভার বৈঠকে মন্ত্রীদের নিয়মিত অনুপস্থিতি যেন রুটিনে দাঁড়িয়ে গিয়েছে। বেশিরভাগ বৈঠকেই অনুপস্থিত থাকতে দেখা একাধিক মন্ত্রীকে। ক্রমশ সেই তালিকাও দীর্ঘায়িত হচ্ছে।
তাঁদের মধ্যে কিছু মুখ হাজির হবেন এমন প্রত্যাশা অবশ্য এখন কেউই করেন না। যার মধ্যে অবশ্যই রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামটা প্রথমে আসে। তবে এদিন বাকিদের অনুপস্থিতি নজর কাড়ে। পার্থ এবং সুজিত কেন এলেন না তা নিয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। তবে অরূপ রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কিছু কর্মসূচি থাকায় তিনি যেতে পারেননি। উত্তরবঙ্গের মন্ত্রীদের অবশ্য বেশিবার যাতায়াত না করার পরামর্শ দলনেত্রী নিজেই দিয়েছেন। তাই এদিন শুধু উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উপস্থিত ছিলেন বলে জানা যায়।
আরও পড়ুন: লক্ষ্মীর ইস্তফা নিয়ে মমতা বললেন, ‘ও ভাল ছেলে, খেলাতে বেশি মন দিতে চায়’
তবে টানা তিনবার মন্ত্রিসভার বৈঠকে গরহাজির থেকে রাজীব যে ক্রমশই নিজের অবস্থান আরও স্পষ্ট করছেন সেটা ইতিমধ্যেই পরিষ্কার হয়ে গিয়েছে। যদিও রাজীব বন্দ্যোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠ বৃত্তে জানিয়েছেন, শরীর ভালো নেই তাই আজকের বৈঠকে তিনি যাচ্ছেন না। তবে দলের সঙ্গে তাঁর অন্তরের ব্যবধান যে ক্রমশ চওড়া হচ্ছে, তা তিনি না জানলেও দিব্বি বোঝা যাচ্ছে।
আরও পড়ুন: লক্ষ্মী যেতেই ঘণ্টা খানেকের মধ্যে জায়গা পূরণ করল তৃণমূল