COVID 19: উদ্বেগ বাড়িয়ে খানিক বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, কেমন আছে জেলাগুলি?

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Aug 11, 2022 | 8:26 PM

COVID 19: গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৪ জন। পাশাপাশি এদিন রাজ্যে করোনা পজিটিভিটি হার দাঁড়িয়েছে ৫.০২ শতাংশ।

COVID 19: উদ্বেগ বাড়িয়ে খানিক বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা, কেমন আছে জেলাগুলি?
প্রতীকী ছবি (সৌজন্যে : PTI)

Follow Us

কলকাতা: বিগত কয়েকদিন ছিল নিম্নমুখী, তবে বৃহস্পতিবার রাজ্যের দৈনিক করোনা (Coronavirus) গ্রাফ খানিক উঠতে দেখা গেল। তা নিয়ে সামান্য হলেও বাড়ল উদ্বেগ। বুধবার রাজ্যে করোনা আক্রান্তের (Corona infected) সংখ্যা ছিল ৫১৯। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৮। মারা গিয়েছেন ৪ জন। পাশাপাশি এদিন রাজ্যে করোনা পজিটিভিটি হার (Corona positivity rate) দাঁড়িয়েছে ৫.০২ শতাংশ।

রাজ্যের জেলাওয়াড়ি করোনা পরিস্থিতি এক নজরে…

কলকাতা – বৃহস্পতিবার আক্রান্ত ১৫৪ জন। বুধবার আক্রান্ত ১৫৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। 

উত্তর ২৪ পরগনা – বৃহস্পতিবার আক্রান্ত ১০৬ জন। বুধবার আক্রান্ত ১২৭ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১১১ জন।

দক্ষিণ ২৪ পরগনা – বৃহস্পতিবার আক্রান্ত ৩১ জন। বুধবার আক্রান্ত ২৪ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৬৬ জন। 

হাওড়া – বৃহস্পতিবার আক্রান্ত ২৩ জন। বুধবার আক্রান্ত ২১ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২১ জন। 

নদিয়া – বৃহস্পতিবার আক্রান্ত ৮ জন। বুধবার আক্রান্ত ১১ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৩ জন। 

পশ্চিম বর্ধমান – বৃহস্পতিবার আক্রান্ত ১৬ জন। বুধবার আক্রান্ত ৩২ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৩০ জন। 

পশ্চিম মেদিনীপুর- বৃহস্পতিবার আক্রান্ত ৪২ জন। বুধবার আক্রান্ত ১৫ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১১ জন। 

দার্জিলিং- বৃহস্পতিবার আক্রান্ত ১৯ জন। বুধবার আক্রান্ত ৯ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১১ জন। 

বীরভূম- বৃহস্পতিবার আক্রান্ত ৮৩ জন। বুধবার আক্রান্ত ১৬ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২৫ জন। 

পূর্ব বর্ধমান- বৃহস্পতিবার আক্রান্ত ১২ জন। বুধবার আক্রান্ত ১৪ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২২ জন। 

পূর্ব মেদিনীপুর – বৃহস্পতিবার আক্রান্ত ১১ জন। বুধবার আক্রান্ত ১ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২ জন। 

জলপাইগুড়ি – বৃহস্পতিবার আক্রান্ত ৭ জন। বুধবার আক্রান্ত ৮ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৭ জন। 

মুর্শিদাবাদ- বৃহস্পতিবার আক্রান্ত ৫ জন। বুধবার আক্রান্ত ৫ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২ জন। 

মালদহ – বৃহস্পতিবার আক্রান্ত ৫ জন। বুধবার আক্রান্ত ১৪ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১৫ জন। 

উত্তর দিনাজপুর – বৃহস্পতিবার আক্রান্ত ৯ জন। বুধবার আক্রান্ত ১০ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ১২ জন। 

আলিপুরদুয়ার – বৃহস্পতিবার আক্রান্ত ৪ জন। বুধবার আক্রান্ত ৩ জন। মঙ্গলবার আক্রান্ত ০। 

বাঁকুড়া – বৃহস্পতিবার আক্রান্ত ৩ জন। বুধবার আক্রান্ত ৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৪ জন। 

দক্ষিণ দিনাজপুর – বৃহস্পতিবার আক্রান্ত ৭ জন। বুধবার আক্রান্ত ৬ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৫ জন। 

পুরুলিয়া – বৃহস্পতিবার আক্রান্ত ১২ জন। বুধবার আক্রান্ত ১৭ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৬ জন। 

ঝাড়গ্রাম – বৃহস্পতিবার আক্রান্ত ৫ জন। বুধবার আক্রান্ত ৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৩ জন। 

কোচবিহার – বৃহস্পতিবার আক্রান্ত ৪ জন। বুধবার আক্রান্ত ৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ৫ জন। 

কালিম্পং – বৃহস্পতিবার আক্রান্ত ৩ জন। বুধবার আক্রান্ত ১ জন। মঙ্গলবার আক্রান্ত ০। 

হুগলি – বৃহস্পতিবার আক্রান্ত ২৯ জন। বুধবার আক্রান্ত ২৩ জন। মঙ্গলবার আক্রান্ত হয়েছেন ২৮ জন। 

 

Next Article