Indian Army Agniveer: প্রচুর নিয়োগ, বিজ্ঞপ্তি দিল ব্যারাকপুরের আর্মি রিক্রুটমেন্ট অফিস

Agniveer Recruitment: অগ্নিবীর নিয়োগের জন্য দরজা খুলে দিয়েছে ভারতীয় সেনা। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়ার রেজিস্ট্রেশন পর্ব। রেজিস্ট্রেশন চলবে ২২ মার্চ পর্যন্ত। রেজিস্ট্রেশনের পর অনলাইনে একটি কমন এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। তারপর হবে ফিজিক্যাল ফিটনেস টেস্ট ও মেডিক্যাল টেস্ট।

Indian Army Agniveer: প্রচুর নিয়োগ, বিজ্ঞপ্তি দিল ব্যারাকপুরের আর্মি রিক্রুটমেন্ট অফিস
সেনায় নিয়োগ (প্রতীকী ছবি)Image Credit source: Twitter

| Edited By: Soumya Saha

Mar 14, 2024 | 4:35 PM

কলকাতা: দেশের সেবায় ব্রতী হতে চান? তাহলে আর দেরি কীসের, এবার এসে গিয়েছে ভারতীয় সেনার সঙ্গে কাজ করার দুর্দান্ত সুযোগ। অগ্নিবীর নিয়োগের জন্য দরজা খুলে দিয়েছে ভারতীয় সেনা। রেজিস্ট্রেশন শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গত ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়ার রেজিস্ট্রেশন পর্ব। রেজিস্ট্রেশন চলবে ২২ মার্চ পর্যন্ত। এরপর ২২ এপ্রিল থেকে অনলাইন পরীক্ষা শুরু হবে। পরীক্ষার নির্দিষ্ট দিনক্ষণ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। ব্যারাকপুরের আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে জানানো হয়েছে অগ্নিবীর (জেনারেল ডিউটি), অগ্নিবীর (টেকনিক্যাল), অগ্নিবীর (অফিস অ্যাসিস্ট্যান্স, স্টোর কিপিং টেকনিক্যাল), অগ্নিবীর (ট্রেডসম্যান অষ্টম ও দশম), টেকনিক্যাল নার্সিং অ্যাসিস্ট্যান্স ও সিপাই ফার্মার জন্য রেজিস্ট্রেশন চালু রয়েছে।

আর্মি রিক্রুটমেন্ট অফিস থেকে এও সতর্ক করে দেওয়া হয়েছে যে সেনায় নিয়োগের প্রক্রিয়া সম্পূর্ণ বিনা খরচে হয়। কোনওরকম এজেন্ট থেকে সাবধান থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত বিশদ তথ্যের জন্য ভারতীয় সেনায় নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (www.joinindianarmy.nic.in) দেখার জন্য বলা হয়েছে। ভারতীয় সেনায় অগ্নিবীর পদে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতার উপর বরাবর নজর দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষে অনলাইনে একটি কমন এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে। সঙ্গে ক্লার্ক ও এসকেটি পদের জন্য টাইপিং টেস্টও নেওয়া হবে। এরপর কমন এন্ট্রান্স পরীক্ষায় পাশ করলে তাঁদের ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়া হবে এবং সব শেষে মেডিক্যাল টেস্ট নেওয়া হবে। ক্রীড়া ব্যক্তিত্ব, এনসিসি সার্টিফিকেট থাকলে এবং আইটিআই পাশ থাকলে তাঁদের জন্য বোনাস মার্ক থাকবে।

দেখে নিন যোগ্যতার মাপকাঠি

সাড়ে সতেরো বছর বয়স থেকে একুশ বছর বয়সিরা এই অগ্নিবীর পদের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য মাপকাঠি এক এটি পদের জন্য এক এক ধরনের। যেমন অগ্নিবীর (জেনারেল ডিউটি)-র জন্য ৪৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষা পাশ থাকা দরকার। যেসব বোর্ডে গ্রেড সিস্টেম রয়েছে, সেই বোর্ড থেকে প্রতিটি বিষয়ে অন্তত ‘ডি’ গ্রেড (৩৩-৪০ শতাংশ) এবং মোটের উপর ‘সি-২’ গ্রেড বা ৪৫ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক। যাদের ছোট চারচাকার গাড়ি চালানোর লাইসেন্স রয়েছে, তারা এক্ষেত্রে বাড়তি সুবিধা পাবে। সেরকমভাবেই অগ্নিবীর (টেকনিক্যাল), অগ্নিবীর (অফিস অ্যাসিস্ট্যান্স, স্টোর কিপিং টেকনিক্যাল), অষ্টম শ্রেণি বার অগ্নিবীর ট্রেডসম্য়ান, দশম শ্রেণি পাশ অগ্নিবীর ট্রেডসম্য়ান… প্রতিটি পদের জন্যই নিজস্ব মাপকাঠি রয়েছে।