Indian Railway Sealdah: এই বয়সেই এত বড় চক্র? উত্তরবঙ্গের ট্রেনেই চলছিল লক্ষ টাকার কারবার
Indian Railway Sealdah: শিয়ালদহ ডিভিশনের রেলপুলিশ তরফে জানা গিয়েছে, উত্তরবঙ্গে ট্রেনের চাপিয়ে কিলো কিলো গাঁজা নিয়ে যাচ্ছিল ওই অভিযুক্তরা। গোপন সূত্রে সেই কথা জানতে পেরে অভিযান চালায় পুলিশ।

শিয়ালদহ: বয়স গড়়ে ২০-২২ হবে। চোখ-মুখ দেখে বোঝাই যায় না তারা এমনও কাণ্ড ঘটাতে পারে। শনিবার প্রায় রোজকারের মতোই উত্তরবঙ্গ এক্সপ্রেসে টহল দিচ্ছিলেন কর্মরত রেলপুলিশরা। সেই সময়েই তাদের নজরে পড়ে ওই যুবকরা। সন্দেহ হয় পুলিশের। এরপরেই শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাতেই বেরিয়ে আসে উত্তরের দিকে ধেয়ে যাওয়া ট্রেনের অন্দরে তৈরি হওয়া চক্রের কথা।
রেলপুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার অভিযান চালিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করে তারা। কিন্তু কী এমন করে ফেলেছে এই ছেলে-মেয়েগুলি। শিয়ালদহ ডিভিশনের রেলপুলিশ তরফে জানা গিয়েছে, উত্তরবঙ্গের ট্রেনে কিলো কিলো গাঁজার বস্তা তুলে পাচার চক্র চালাচ্ছিল ওই অভিযুক্তরা। গোপন সূত্রে সেই খবরই জানতে পেরে অভিযান চালায় পুলিশ।
আর তারপরেই ফাঁস হয় উত্তরবঙ্গ এক্সপ্রেসের অন্দরে চলা বড় চক্রের কথা। ওই অভিযানে ১২১ কেজির ৬টি গাঁজা ভর্তি বস্তা উদ্ধার করেছে রেলপুলিশ। যার মূল্য কমপক্ষে ২৪ লক্ষ টাকা। গ্রেফতার হওয়ার ৮ জনের মধ্যে ২ জন পুরুষ, ২ জন মহিলা ও ২ জন নাবালক। ইতিমধ্যেই তাদের শিয়ালদহ ডিভিশনের জিআরপিদের হাতে তুলে দেওয়া হয়েছে। দায়ের হয়েছে মাদক মামলাও।
সাম্প্রতিককালে এই নিয়ে একাধিকবার বড় বড় মাদকচক্র ধরেছে শিয়ালদহ ডিভিশনের রেলপুলিশ। শুধু শিয়ালদহ নয়, দেশের প্রতিটি কোণায় ‘অপারেশন নারকোস’ নামে অভিযানে নেমেছে রেলপুলিশ। সম্প্রতিই এই অভিযানের মাধ্যমে বোলপুরেও একটি মাদক চক্র ফাঁস করে তারা। গ্রেফতার হয় একজন।

