কলকাতা: মাঝ আকাশ বিমানে লাগেজ হোল্ডে ধোঁয়া। আতঙ্ক ছড়ায় যাত্রীদের মধ্যে। সে কারণে কলকাতা থেকে চেন্নাইগামী ওই বিমান অবতরণ করানো হয় কলকাতা বিমানবন্দরে। কলকাতা বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, কলকাতা থেকে চেন্নাইগামী ইন্ডিগোর ৬ই ৮৯২ নম্বর বিমান উড়ান নেওয়ার পরই ঘটে বিপত্তি।
কলকাতা বিমানবন্দর থেকে শনিবার দুপুর ২টো ৪৩ নাগাদ উড়ান নেয় ইন্ডিগোর ওই বিমান। এরপরই কলকাতার আকাশে লাগেজ হোল্ডে ধোঁয়া বেরোনোর সঙ্কেত পান বিমানের চালক। এরপরই কলকাতা বিমানবন্দরে নামিয়ে আনা হয় ওই বিমান। তবে যাত্রীদের কোনও সমস্যা হয়নি বলেই জানানো হয়েছে।
এয়ার ট্র্যাফিক কন্ট্রোল, বিমান বন্দরে নিযুক্ত আপদকালীন পরিষেবা মোতায়ন করা হয় রানওয়ের পাশে। দমকল, অ্যাম্বুল্যান্স, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের কর্মীরাও তৈরি ছিলেন। শনিবার দুপুরে এই ঘটনা ঘটে। ৩টে ২ মিনিট নাগাদ বিমানে থাকা ১৮৪ জন যাত্রী এবং ৬ জন কেবিন ক্রু নিয়ে বিমানটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। সমস্ত যাত্রীকে আপদকালীন গেট দিয়ে বের করে লাউঞ্জে নিয়ে আসা হয়। তবে কোথা থেকে এই ধোঁয়া এল, তা খতিয়ে দেখা হচ্ছে।