কলকাতা: ২০২১ সালের ভোটে জিতে বিধায়ক হয়েছেন নওশাদ সিদ্দিকী। বিধানসভায় জায়গা পাওয়া দুই বছর পর অবশেষে বিধানসভার বিজনেস অ্য়াডভাইজরি কমিটি বা বিধানসভার কার্য উপদেষ্টা কমিটিতে স্থান পেলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক। কেন বিধানসভার বিজনেস অ্য়াডভাইজরি কমিটিতে ডাকা হচ্ছে না নওশাদকে, তা নিয়ে ইতিপূর্বেই প্রশ্ন উঠতে শুরু করেছিল রাজনৈতিক মহলে। এবার সেই সব প্রশ্নের আপাতত অবসান হতে চলেছে বলেই মত রাজ্য রাজনীতির কারবারিদের একাংশের। শেষ পর্যন্ত বিধানসভার বিজনেজ অ্যাডভাইজারি কমিটির আমন্ত্রিত সদস্য করা হল নওশাদ সিদ্দিকীকে।
আগামী সোমবার বিধানসভায় বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক রয়েছে। এমন অবস্থায় বিধানসভার চলতি বর্ষাকালীন অধিবেশন থেকেই বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ডাক পেলেন নওশাদ সিদ্দিকী। মূলত বিধানসভার অধিবেশনে কোন কোন বিল নিয়ে আলোচনা হবে, কোন কোন ইস্যুতে আলোচনা হবে, সেই সংক্রান্ত বিষয়গুলি নিয়ে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে আলোচনা হয়।
বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে ডাক না পাওয়া নিয়ে অনেকদিন ধরেই ক্ষোভ ছিল নওশাদের। এবার শেষ পর্যন্ত এই বিএ কমিটিতে ডাক পাওয়ায় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে ধন্য়বাদ জানিয়েছেন তিনি। একইসঙ্গে সর্বদলীয় বৈঠকের সময়েও যেন নওশাদকে নিজের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়, সেই বিষয়টি দেখার জন্য আর্জি ভাঙড়ের বিধায়কের।
প্রসঙ্গত, বিধানসভার কার্য উপদেষ্টা কমিটিতে বিজেপি শিবির থেকে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গারাও রয়েছেন। কিন্তু বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠক বয়কট করতে দেখা গিয়েছে বিজেপিকে। এমন অবস্থায় বিধানসভার বিজনেস অ্যাডভাইজরি কমিটির বৈঠকে বিরোধী মুখ হিসেবে দেখা যেতে পারে নওশাদ সিদ্দিকীকে।