কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আরও এক অধ্যাপকের মৃত্যু। সম্প্রতি, গত ফেব্রুয়ারি মাসে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এক অধ্যাপক আত্মহত্যা করেছিলেন। সেই ঘটনার পর এবার
ভিনরাজ্যে গিয়ে মৃত্যু হল আরও এক অধ্যাপকের। উত্তরাখন্ডের একটি হোটেলের দরজা ভেঙে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। খুন নাকি আত্মহত্যা গোটা বিষয়টির তদন্তে নেমেছে উত্তরাখণ্ড থানার পুলিশ।
মৃতের নাম মৈনাক পাল। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন। সম্প্রতি বন্ধুদের সঙ্গে উত্তরাখণ্ডের আলমোড়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। ফেরার দিন আলমোড়ার একটি হোটেলের দরজা ভেঙে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক অনুমান,আত্মহত্যা করেছেন অধ্যাপক। তবে পূর্ণাঙ্গ তদন্ত না হলে কোনও কিছুই বলা সম্ভব নয়। যদিও, পরিবারের সঙ্গে টিভি ৯ বাংলা যোগাযোগ করলে তারা জানিয়েছে, মৈনাকবাবুর পক্ষে আত্মহত্যার মতো সিদ্ধান্ত কখনওই নেওয়া সম্ভব নয়। ঘটনার তদন্তে নেমেছে উত্তরাখণ্ডের পুলিশ।
এ প্রসঙ্গে জুটার সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, “আমরা শুনেছি উনি বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। পরশু ফেরার কথা ছিল। একটি হোটেল থেকে দেহ উদ্ধার হয়েছে। মৈনাক খুব ঠাণ্ডা মাথার ভদ্র ছেলে। ও এই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন ছাত্র। এত ভাল ছেলেটার কী হয়ে গেল জানি না…।”